ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ের কৃতি সন্তান শাকিল আবির বাঁধনের গ্লোবাল এইচআর এক্সিলেন্স এওয়ার্ডস্ ২০১৯ এ “এইচআর লিডারশিপ এওয়ার্ড” অর্জন

বিশেষ প্রতিনিধি : ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস” প্রতি বছর বিশ্বের শতাধিক দেশের অংশগ্রহণে বিভিন্নক্ষেত্রে অবদানের জন্য মানবসম্পদ (এইচআর) প্রফেশনালস, কোম্পানি প্রধান (সিইও) ও বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে আসছে ।

এ বছর বহুজাতিক কোম্পানি “জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই), বাংলাদেশ” এর মানবসম্পদ বিভাগের কর্মকর্তা “শাকিল আবীর (বাঁধন)” মানবসম্পদ উন্নয়নে নেতৃত্ব প্রদান ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট এ তাঁর ব্যাক্তিগত অবদানের জন্য গ্লোবাল এইচআর এক্সিলেন্স এওয়ার্ডস্ ২০১৯ এ “এইচআর লিডারশিপ এওয়ার্ড” অর্জন করেছেন । বর্তমানে ভারতের মুম্বাইতে শীর্ষস্থানীয় হোটেল “তাজ ল্যান্ডস্ এন্ড” এ অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় এইচআর প্রফেশনালদের নেটওয়ার্কিং ও লার্নিং সপ্তাহ । যেখানে বিশেষ বিশেষ সেক্টরে অবদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ এইচআর প্রফেশনালদের স্বীকৃতি প্রদান করা হচ্ছে । বিশ্বের শতাধিক দেশের শীর্ষস্থানীয় প্রায় কয়েক হাজার এইচআর প্রফেশনাল এতে অংশগ্রহণ করেছেন । এর আগেও ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস ও সিএইচআরও এশিয়া এর জরিপে “বেস্ট ইয়াং এইচআর প্রফেশনাল অব বাংলাদেশ” এওয়ার্ড অর্জন করেন শাকিল আবীর । বহুজাতিক প্রতিষ্ঠান “জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই)” এ যোগদানের পূর্বে তিনি এপোলো হসপিটালস্ ঢাকা, দি সিটি ব্যাংক লিমিটেড ও পাঠাও লিমিটেডসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগে দীর্ঘ দশ বছরের বেশি সময় কাজ করেছেন । শিক্ষাগত জীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পজিশন অর্জন করেছিলেন । এরপর তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) থেকে এইচআরএম-এ এমবিএ সহ বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে এইচআর-এ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন । এছাড়াও তিনি আইসিএমএ পরিবারের একজন সদস্য এবং এনবিআর কর্তৃক সনদপ্রাপ্ত ও স্বীকৃত একজন আয়কর আইনজীবী । বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ছেলে “শাকিল আবীর (বাঁধন)” এর সহধর্মিণী “শাহনাজ আবীর” ও একজন এইচআর প্রফেশনাল । অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন ও শেফালী বেগম-এর কনিষ্ঠ পুত্র তিনি । তাঁর এ অর্জনে পঞ্চগড়বাসী গর্বিত এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জনে তাঁর এ প্রশংসনীয় অবদান সকলকেই গর্বিত করেছে । এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ, জিএসকে বাংলাদেশ, মেটলাইফ বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক ও রবিসহ কয়েকটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস কর্তৃক স্বীকৃতি অর্জন করে । শাকিল আবির বাঁধনের গ্রামের বাড়ী পঞ্চগড় জেলার বোদা উপজেলার পৌর সদরের থানা পাড়া মহল্লায়।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |