ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কাবিখা প্রকল্পের রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার ১০নং চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়নে “কাজের বিনিময়ে খাদ্য” কর্মসূচির আওতায় একটি রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তার কাজে মাটি দিয়ে রাস্তার খাল পুরনের নিয়ম থাকলেও তা করা হচ্ছে বালু দিয়ে। এছাড়াও রাস্তার ঘাষ ছেচে ফেলে দিয়ে কাজ করা হয়েছে এমটাও দেখাচ্ছে। কাজের মান ভালো না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গ্রামবাসি। প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা বাজেটে ১০নং চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়নের ঢোলের চুয়া থেকে বাচ্চু সরকারের মোড় পর্যন্ত প্রায় আড়াই কি:মি: রাস্তা সংস্কারের কাজের দায়িত্ব পান ওই এলাকার মেম্বার বাদল সরকার। কিন্তু রাস্তার কাজ সঠিক ভাবে করা হচ্ছে এমটাই অভিযোগ করেছে গ্রামবাসি।

ওই গ্রামের বাসিন্দা আফসার আলী বলেন, কাবিখা প্রকল্পের আওতায় যে রাস্তা সংস্কারের কাজটি হচ্ছে এতে করে রাস্তা ঠিক না করে আরো খারাপ করা হচ্ছে। রাস্তার ঘাষগুলো ছেচে দিয়ে দেখানো হচ্ছে কাজ করা হচ্ছে। রাস্তার ধারে যদি ঘাষ না থাকে তাহলে সামনে বর্ষা মৌসুমে রাস্তার পাড় ভেঙ্গে যাবে। কাজ যেন সঠিক ভাবে হয় সে বিষয়টি দেখার আবেদন করছি। আরেক এলাকাবাসি আহাম্মদ আলী বলেন, রাস্তার খাল মাটি দিয়ে ভরাট না করে বালু দিয়ে ভরাট করা হচ্ছে। এতে করে ভ্যান, মোটরসাইকেল, সাইকেল নিয়ে যাতায়াত করতে গেলে চাকা দেবে যাচ্ছে। সাধারণ মানুষ আরো চরম ভোগান্তিতে পড়ছে। মেম্বার এই কাজের দায়িত্ব নিয়ে দায়িত্বে অবহেলা করতেছে। আমরা এটার প্রতিকার চাই। এলাকার বীর মুক্তিযোদ্ধা দৌলতজামান বলেন, রাস্তা সংস্কারের কাজ সঠিক ভাবে করা হচ্ছে না। এই রাস্তাটি অনেক গুরুত্বপূর্ন এই গ্রামের জন্য। রাস্তার কাজটি যেন সঠিকভাবে করা হয় আমি তার জোর দাবি জানাচ্ছি। কাজের দায়িত্ব পাওয়া ওই এলাকার মেম্বার বাদল সরকার বলেন, রাস্তাটির কাজ কেবল শুরু হয়েছে। যেখানে বালু দেওয়া হয়েছে সেখানে আমি মাটি দেওয়ার ব্যবস্থা করতেছি। কাজ কেবল শুরু করেছি আমি। কাজ শেষ হওয়া পর্যন্ত আমাকে সুযোগ দেন আমি ভালো ভাবে কাজ করবো।

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |