ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কাবিখা প্রকল্পের রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার ১০নং চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়নে “কাজের বিনিময়ে খাদ্য” কর্মসূচির আওতায় একটি রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তার কাজে মাটি দিয়ে রাস্তার খাল পুরনের নিয়ম থাকলেও তা করা হচ্ছে বালু দিয়ে। এছাড়াও রাস্তার ঘাষ ছেচে ফেলে দিয়ে কাজ করা হয়েছে এমটাও দেখাচ্ছে। কাজের মান ভালো না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গ্রামবাসি। প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা বাজেটে ১০নং চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়নের ঢোলের চুয়া থেকে বাচ্চু সরকারের মোড় পর্যন্ত প্রায় আড়াই কি:মি: রাস্তা সংস্কারের কাজের দায়িত্ব পান ওই এলাকার মেম্বার বাদল সরকার। কিন্তু রাস্তার কাজ সঠিক ভাবে করা হচ্ছে এমটাই অভিযোগ করেছে গ্রামবাসি।

ওই গ্রামের বাসিন্দা আফসার আলী বলেন, কাবিখা প্রকল্পের আওতায় যে রাস্তা সংস্কারের কাজটি হচ্ছে এতে করে রাস্তা ঠিক না করে আরো খারাপ করা হচ্ছে। রাস্তার ঘাষগুলো ছেচে দিয়ে দেখানো হচ্ছে কাজ করা হচ্ছে। রাস্তার ধারে যদি ঘাষ না থাকে তাহলে সামনে বর্ষা মৌসুমে রাস্তার পাড় ভেঙ্গে যাবে। কাজ যেন সঠিক ভাবে হয় সে বিষয়টি দেখার আবেদন করছি। আরেক এলাকাবাসি আহাম্মদ আলী বলেন, রাস্তার খাল মাটি দিয়ে ভরাট না করে বালু দিয়ে ভরাট করা হচ্ছে। এতে করে ভ্যান, মোটরসাইকেল, সাইকেল নিয়ে যাতায়াত করতে গেলে চাকা দেবে যাচ্ছে। সাধারণ মানুষ আরো চরম ভোগান্তিতে পড়ছে। মেম্বার এই কাজের দায়িত্ব নিয়ে দায়িত্বে অবহেলা করতেছে। আমরা এটার প্রতিকার চাই। এলাকার বীর মুক্তিযোদ্ধা দৌলতজামান বলেন, রাস্তা সংস্কারের কাজ সঠিক ভাবে করা হচ্ছে না। এই রাস্তাটি অনেক গুরুত্বপূর্ন এই গ্রামের জন্য। রাস্তার কাজটি যেন সঠিকভাবে করা হয় আমি তার জোর দাবি জানাচ্ছি। কাজের দায়িত্ব পাওয়া ওই এলাকার মেম্বার বাদল সরকার বলেন, রাস্তাটির কাজ কেবল শুরু হয়েছে। যেখানে বালু দেওয়া হয়েছে সেখানে আমি মাটি দেওয়ার ব্যবস্থা করতেছি। কাজ কেবল শুরু করেছি আমি। কাজ শেষ হওয়া পর্যন্ত আমাকে সুযোগ দেন আমি ভালো ভাবে কাজ করবো।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |