ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া আউলিয়ার ঘাট এলাকার করতোয়া নদীর পাশ^বর্তী খোলা মাঠে গত ৬ জানুয়ারী শুরু হওয়া তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশের কাকরাইলের মুরুব্বী মাওলানা ঈদ্রিস আলী  হেদায়েতী বয়ান শেষে মুসলিম উম্মার কল্যাণ কামণায় দীর্ঘ ৪০ মিনিট ধরে আখেরী মোনাজাত করেন। এ সময় জিম্মাদার হিসেবে ছিলেন বাংলাদেশের কাকরাইলের মুরুব্বী মাওলানা বোরহানউদ্দিন। ইজতেমার শেষ দিনে বয়ান শুনতে ও আখেরী মোনাজাতে অংশ নিতে শনিবার সকাল থেকে শীতকে উপেক্ষা করে পঞ্চগড় ও পাশ^বর্তী জেলা গুলোর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা আসতে শুরু করেন। সকাল ১১টা বাজঁতেই পুরো ময়দান ও আশপাশের এলাকা, রাস্তাঘাট সব বয়সী ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহনে ইজতেমা ময়দান জনসমুদ্রে পরিণিত হয়। ভারতের নিযামউদ্দিন মাকার্জ (মাওলানা সাদ সাহেব) অনুসারী তাবলীগ জামাত এই ইজতেমার আয়োজন করেন। এর আগে গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ফজরের পরে পাকিস্তানী সাথী ভাই মো. আব্দুর রহমান আম বয়ান করেন এবং বাংলাদেশের সাথী মো. জিয়া বাংলায় তর্জমা করেন। এরমধ্য দিয়ে পঞ্চগড় জেলার ইজতেমা শুরু হয়। গত বুধবার থেকেই আশপাশের বেশ কয়েকটি জেলার বিভিন্ন এলাকার মানুষ ইজতেমায় অংশ নিতে ইজতেমা মাঠে আসা শুরু করে।
উল্লেখ্য ইজতেমায় ভারত, পাকিস্তান, শ্রীলংঙ্কা কয়েকটি দেশের মুসল্লি সহ পঞ্চগড় ও আশপাশের  জেলাগুলোর অর্ধলক্ষ সাথী ইজতেমায় অংশ নেন।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |