ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ধান চাষে কীটনাশকের ব্যবহার হ্রাসকরণ প্রদর্শনীর উপর  মাঠ দিবস

 পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ‘নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে ধান চাষে কীটনাশক ও আগাছানাশকের ব্যবহার হ্রাসকরণ এবং ক্ষতিকর প্রভাব নিরূপন’ কর্মসূচির মাধ্যমে ফসল কর্তন ও মাঠ দিবস প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার চাকলাহাট ইউনিয়নের দরবেশপাড়ায় কৃষক আতিকুর রহমানের বাড়ির উঠোনে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও খাদ্য মন্ত্রণালয়ের অর্থায়নে প্রদর্শনী বাস্তবায়ন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ।

মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর।

পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নজমুল বারী, পঞ্চগড় বিএডিসির উপপরিচালক মোজাহারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহ আলম মিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দেশে কৃষি জমির পরিমাণ, উর্বরতা, ভূ-গর্ভস্থ পানির প্রাকৃতিক সম্পদ এবং কৃষি শ্রমিক ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এছাড়া পরবর্তীতে জলবায়ুর প্রভাব মোকাবেলা করে ধানের ফলন বৃদ্ধির মাধ্যমে দেশে ধানের চাহিদা মেটানো একটি বড় চ্যালেঞ্জ। ধান উৎপাদনে সীমিত সম্পদ ব্যবহার করে উচ্চ ফলনশীল আধুনিক জাত ও টেকসই প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণের মাধ্যমে ফলন বাড়ানো কৃষি বিভাগের লক্ষ্য।

এর আগে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকসহ অতিথিরা কৃষক আতিকুর রহমানের স্বল্প জীবনকাল সস্পন্ন আগাম জাতের ব্রি ধান- ৯৩ ধান ক্ষেত পরিদর্শন করেন। পরে কাটাই মাড়াই শেষে এ জাতের ধানের ফলন হয়েছে বিঘায় ২৫ মণ।

অনুষ্ঠানে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের দরবেশপাড়া এলাকায় কৃষকেরা উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |