ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে প্রথম ভোজ্য তেলবীজ পেরিলার চাষ ।

পঞ্চগড় প্রতিনিধি: কোরিয়ান ফসল তেলবীজ পেরিলা এই প্রথম বারের মতো সফল ভাবে চাষ হচ্ছে পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায়।
সূর্যমূখী, সরিষা, তিলের মত পেরিলার বীজ থেকে ভোজ্য তেল উৎপন্ন হয়। পেরিলার আদি নিবাস চীন হলেও দক্ষিন কোরিয়ায় এর ব্যাপক বিস্তৃতির কারণে বিশ্বে এখন এটি কোরিয়ান পেরিলা নামে পরিচিত। বাংলাদেশের অধিকাংশ কৃষক এখন পেরিলার সম্পর্কে অবগত নন। উৎপাদন নিয়ে চলছে নানা ধরণের গবেষণা।
তার ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী কাজী পাড়া এলাকায় প্রথম বারের মত পেরিলা চাষ করেছেন কৃষক মো: সৈয়দ রোকনুজ্জামান। কৃষি বিভাগের সহযোগীতায় পরিক্ষামূলক ভাবে ২ একর জমিতে পেরিলা চাষ করেছেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায় তরতাজা গাছে ফুল এসেছে। এই গাছটি দেখতে অনেকটা পান পাতার মতো এবং প্রতিটি পাতা সবুজ বর্ণের। কৃষক রোকনুজ্জামান সাথে কথা হলে তিনি বলেন, কৃষি অফিস থেকেই আমাকে বীজ দেওয়া হয়। জমিটি পতিত থাকায় সিদ্ধান্ত নিলাম নতুন ফসল চাষ করে দেখি কি হয়। তেঁতুলিয়ায় এই প্রথম আমি পেরিলা চাষ করছি। ফলনও মোটামোটি ভালো হয়েছে। তিনি আরো জানান, পেরিলা ক্ষেতে মৌমাছির ব্যাপক আনাগোনা দেখা যায়। পেরিলা চাষের পাশাপাশি বাণিজ্যিক ভাবে মধু চাষ করাও সম্ভব। ফলনে লাভ জনক হলে আগামীতে আরো অধিক জমিতে পেরিলা ও মধু চাষ করব।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম জানান, জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত জমি গুলো পতিত রাখে অধিকাংশ কৃষক। যেহেতু ৭০-৭৫ দিনের মধ্যে এই ফসল ঘরে তোলা সম্ভব, সেই দিক থেকে জমিতে একাধিক ফসলও করা যায়। তিনি আরও জানান, পেরিলা চাষাবাদে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি পেরিলাতে শতকরা ৬৫ ভাগই ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে যা মানব শরিরের জন্য অনেক উপকারি। বিশেষত হৃদযন্ত্র, মস্তিষ্ক, ত্বকসহ ডায়াবেটিস রোগ প্রতিরোধে এটি কার্যক্রর ভূমিকা রাখবে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |