ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে কোন নাশকতা বা হামলার পরিকল্পনার তথ্য নেই  র‌্যাব মহাপরিচালক

জাহিদ হাসান,মাদারীপুর প্রতিনিধি:আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে কোন নাশকতা, হামলা বা সন্ত্রাসী কর্মকান্ডের ব্যপারে সু-নির্দিষ্ট কোন তথ্য নেই বলে জানিয়েছেন র‌্যাব-এর মহাপরিচালক চৌধুরী আব্দুল্লা আল মামুন। গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে। তবুও সর্বোচ্চ সতর্ক অবস্থানে র‌্যাব বলেও জানান তিনি।
বুধবার (২২ জুন) দুপুরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শণ শেষে তিনি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
র‌্যাবের মহাপরিচালক বলেন,‘স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন ঘিরে র‌্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল ধরে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের প্রতিটি সদস্য তৎপর আছে। এবং র‌্যাবের সদস্যদের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। পদ্মাসেতুর সার্ভিস এরিয়া ১ এবং সার্ভিস এরিয়া ২ এ র‌্যাবের পোশাকধারী সদস্যদের পাশাপাশি র‌্যাবের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সমাবেশ স্থল, টোলপ্লাজা, ফলক উন্মোচনসহ আশেপাশে র‌্যাবের টহল তৎপরতা রয়েছে।’
তিনি বলেন,‘অনুষ্ঠান চলাকালে সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স, মোটরসাইকেল পেট্রোল, বোট পেট্রোল, অবজারভেশন ফোর্স থাকবে সার্বক্ষনিক। সেতুর দুই প্রান্তসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট থাকছে। আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে।’
র‌্যাবের মহাপরিচালক বলেন,‘এছাড়াও সেতুর দুই প্রান্তে র‌্যাবের স্পেশাল কমান্ড টিম প্রস্তুত থাকবে। যে কোন পরিস্থিতিতে আমাদের সদস্যগণ প্রস্তুত রয়েছে। যেকোন পরিস্থিতিই মোকাবিলা করতে পারবে। পাশাপাশি আমাদের হেলিকপ্টারও প্রস্তুত থাকবে।’
তিনি আরও বলেন,‘ এসকল নিরাপত্তা ব্য্যবস্থার পাশাপাশি সেতুর দুই প্রান্তেই র‌্যাবের মেডিকেল টিম থাকবে। যেকোন প্রয়োজনে আমাদের সদস্য কিংবা জনসাধারণ কারো অসুস্থতা দেখা দিলে তারা আমাদের মেডিকেল টিমের সহায়তা নিতে পারবে।
তিনি বলেন,‘গোয়েন্দা তথ্যসহ সকল তথ্য বিশ্লেষণ করে পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে কোন হামলা বা নাশকতার বিষয়ে সুর্নিদিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। তাছাড়া শুধু পদ্মাসেতুকে ঘিরেই নয় সারাদেশে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি। আমি জনসাধারণকে এই অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা নির্ভয়ে আসবেন। ইনশাআল্লাহ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহন করা হবে।’
এর আগে র‌্যাবের মহাপরিচালক মাওয়া প্রান্ত এলাকা ঘুরে দেখেন। পরে হেলিকপ্টার যোগে শিবচরের বাংলাবাজার জনসভাস্থলে আসেন।
র‌্যাব-এর মহাপরিচালক আরো বলেন, নাশকতাসহ যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য র‌্যাব-এর প্রতিটি টিমের পেট্টোল জোড়দার করা হয়েছে। নিরাপত্তা তল্লাসী চলমান থাকবে। পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে কোন ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য প্রচার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সারাদেশের সাইবার টিম তৎপর রয়েছে। কেউ কোন ধরনের অপরাধ করলে সাথে সাথে ব্যবস্থা নিবে র‌্যাব। শুধু পদ্মা সেতু নয়, সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। দেশবাসী স্বাচ্ছন্দে পদ্মা সেতুর অনুষ্ঠানে আসার আহবানও জানান তিনি।
র‌্যাব মহাপদির্শক এসময় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নির্মিত সভামঞ্চ পরিদর্শন করেন।

You must be Logged in to post comment.

স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      |     ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল     |     গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |