ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পদ্মা সেতু দক্ষিনাঞ্চলের প্রত্যন্ত প্রান্তগুলোকে রাজধানীর সাথে যুক্ত করবে,বানিজ্য বিনিয়োগ প্রসারের সুযোগ সৃষ্টি হয়েছে – স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে । পদ্মা সেতুর জন্য দক্ষিনের দ্বার মাদারীপুরের সাথে দক্ষিনাঞ্চলের প্রত্যন্ত গ্রামগুলোকে রাজধানীর সাথে যুক্ত করবে। প্রতিটি ক্ষেতে উন্নয়নের সম্ভাবনার সৃষ্টি হয়েছে। মাদারীপুর যে দক্ষিনের দ্বার, এখান থেকেই উন্নয়ন শুরু হবে এবং এটা যে তোরজোর আয়োজন সেটা আমরা দেখতে পাচ্ছি, আগামী ৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশে গড়ার তোলার যে প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা সেটা মাদারীপুরের উৎসব একটি উদাহরন। শুক্রবার দুপুরে ১২ দিন মাদারীপুর উৎসব উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুরাতন মেলগেটের মাঠে জেলা প্রশাসন স্কুল উদ্বোধন শেষে মাদারীপুর সার্কিট হাউজের সাংবাদিকদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এই সবকথা বলেন। এর পর বিকেলে মৌলভী আচমত আলী খান স্টেডিয়ামে মাদারীপুর উৎসব উপলক্ষে আয়োজিত বানিজ্য মেলার উদ্বোধন করেন তিনি।
 তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মাদারীপুর,এখানে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তির। উন্নয়ন উৎসবের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের দ্বার উম্মচিত হতে শুরু করবে। বানিজ্য ও বিনিযোগে সুযোগ সৃষ্টি হয়েছে পদ্মা সেতুর কারনে। ইতোমধ্যে আমরা তা লক্ষ্য করেছি। বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন পূরনের যাত্রা শুরু হয়েছে পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে। ইতিমধ্যেই ২০০৯ সালে থেকে তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বে আছেন। এরমধ্যে দারিদ্রতার হার শতকরা ৪০% থেকে ১৭% নামিয়ে আনতে সক্ষম হয়েছি। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যাপক কার্যক্রম সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে। যারা এখনো দারিদ্র সীমারেখার ভেতরে বাস করছেন তাদের জন্য সামাজিকভাবে তাদের জন্য দারিদ্র ভাতা, শিক্ষাভাতা, বয়স্ক ভাতা,বিধবাভাতা,প্রতবন্ধীভাতা,মাতৃকালীন ভাতা, চিকিৎসা ভাতাসহ নানা প্রকার সাহায্য সহযোগিতা যেমনিভাবে দেওয়া হয়েছিলো তা আগামীও তেমনীভাবে প্রচালিত থাকবে।
যা আগামীতে আরো ব্যাপকভাবে পরিচালনা করা হবে। বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষা ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ে দারিদ্র বিমোচনের যে কার্যক্রম চলছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে।’
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর -০৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবাহন গোলাপ এমপি, টাইঙ্গালের সংসদ সদস্য তানভির আহমেদ ছোট মনির, সংরিক্ষত মহিলা আসনের সংসদ সদস্য তাহামিনা সিদ্দিক, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী,পুলিশ সুপার মোঃ মাসুদ আলম সহ মাদারীপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |