ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে কিশোরগাড়ী ও বরিশালে ২’শ ১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ নির্বাচন কমিশনের ঘোষিত ৪ র্থ ধা‌পের তফসিল অনুযায়ী  আগামী ২৬ ডি‌সেম্বর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে  গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ও ৪ নং বরিশাল ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যসহ মোট ২’শ  ১জন প্রার্থী ম‌নোনয়নপত্র জমাদা‌নের শেষ দিন পর্যন্ত  নিজ‌ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সা‌থে নি‌য়ে উৎসব মূখর প‌রি‌বে‌শে মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং কি‌শোরগাড়ী  ইউনিয়নের চেয়ারম‌্যান প‌দে ১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য ২২ জন ও সাধারণ সদস্য পুরুষ প‌দে ৬৮ জন। এ নির্বাচনে কিশোর গাড়ী ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৬ শত ৪১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮ শত ২৬ জন ও নারী ভোটার ১২ হাজার ৮ শত ১৫ জন।
অপর দি‌কে ৪নং  ব‌রিশাল  ইউনিয়নের চেয়ারম‌্যান প‌দে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ২২ জন ও সাধারণ সদস্য পুরুষ প‌দে ৬৫ জন প্রার্থী নির্বাচ‌নে প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌বেন। এ নির্বাচনে বরিশাল ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ৮ শত ২০ জন এদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬ শত ৫৬ জন ও নারী ভোটার ১১ হাজার ৫৮ জন।
এ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পলাশবাড়ী উপ‌জেলা নির্বাচন ও রিট‌ারিং অ‌ফিসার শাহীনুর আলম।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |