ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট,গৃহবধূসহ আহত-৩

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌর এলাকার ছোটশিমুলতলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের আঘাতে একই পরিবারের গৃহবধূসহ ৩ জন আহত হয়েছে। আহত গৃহবধূ জোস্না বেগমসহ আখি খাতুন,ও রাশিদুল মিয়া পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে,ছোট শিমুলতলা গ্রামের মৃত ইমান আলীর ছেলে সেরাজুল গংদের সাথে একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে রাশিদুল গংদের সাথে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে আসছে ছিল। এরই ধারাবাহিকতায় ৯ এপ্রিল শনিবার বিকালে রাশিদুলের বসতবাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করে সেরাজুল গংরা। এমন অকথ্য গালিগালাজের প্রতিবাদ মুলক কথা বললে তাৎক্ষণিক রাশিদুলের পরিবারের উপর এলোপাতাড়ি হামলা চালায় সেরাজুল গংরা। এতে করে রাশিদুলসহ,স্ত্রী-সন্তান,গুরুতর আহত হন। স্থানীরা আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানান,আমাদের অন্যায়ভাবে মেরেছে। এর সুষ্ঠু বিচার চাই। আমাদেরকে মামলা ও সাংবাদিককে বিষয়টি জানালে বিভিন্ন ক্ষতি করবে বলেও হুমকি দিচ্ছে। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে রাশিদুল ইসলাম বাদি হয়ে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

You must be Logged in to post comment.

বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে স্বাধীনতা দিবস উদযাপন      |