ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাখি শিকার বন্ধে পঞ্চগড়ে মুক্তিযুদ্ধের ৫০ তম বছরে ৫০ তরুণের ৫০ কিলোমিটার সাইকেল র‌্যালী

“পাখি শিকার দন্ডনীয় অপরাধ, পাখি শিকার থেকে বিরত থাকি” এই স্লোগানে পঞ্চগড়ে দ্বীচক্র সংগঠনের আয়োজনে মুক্তিযুদ্ধের ৫০ তম বছরে ৫০ জন তরুণ ৫০ কিলোমিটার সচেতনতামূলক সাইকেল র‌্যালী করে। যাত্রা পথে তারা বিভিন্ন স্থানে তারা ক্যাম্পেইন করে আজ সকাল দশটায় পঞ্চগড়ের বোদা উপজেলা চত্ত্বরের বঙ্গবন্ধু প্রতিকৃতি থেকে শুরু করে দেবীগঞ্জ উপজেলায় বিজয় চত্ত্বর ও ময়নামতির চর হয়ে আবার বোদায় এসে শেষ করে। দেবীগঞ্জ বিজয় চত্ত্বরে যাত্রাবিরতিতে তরুণদের অনুপ্রেরণা দেবার জন্য সাইকেলে করে উপস্থিত হোন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান। সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাখি শিকার বন্ধে মুক্তিযুদ্ধের ৫০ তম বছরে ৫০ জন তরুণ ৫০ কিলোমিটার সচেতনতামূলক পরিবেশ বান্ধব যান দ্বিচক্র নিয়ে ভ্রমণ করছে এটি সত্যি খুব আনন্দের। বিশ্বের উন্নত দেশগুলো নিজেদের দেশে এখন চার চাকার যানবাহন নিরুৎসাহিত করছে দ্বীচক্রযান ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করছে। সারাদেশে পাখি শিকার বন্ধের আহবান জানান তিনি। আরো বক্তব্য রাখেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার, বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক মোহাম্মদ বাচ্চু মিয়া, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার (ম্যানেজমেন্ট) ও হিমালয়কন্যা থিয়েটারের সংগঠক নাট্যকর্মী সিজুল ইসলাম, বোদা মা মোবাইল জোন এর স্বত্তাধিকারী ওমর ফারুক, দ্বীচক্র সংগঠনের প্রধান উদ্যোক্তা মোফাচ্ছেরুল আল নোমান।
মুজিববর্ষে তরুণদের এই উদ্যোগে স্পন্সর করেছেন বোদা বাজারের মা মোবাইল জোন। সাইকেল র‌্যালীতে সহযোগী হিসেবে দ্বীচক্র সংগঠনের সাথে ছিল হিমালয়কন্যা থিয়েটার।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |