ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে নব বধূর রহস্যজনক মৃত্যু  শ্বশুর – শাশুড়ি সহ গ্রেফতার  ৪ 

আল মামুন মিলন, পার্বতীপুর( দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের পার্বতীপুর  পৌর শহরের হলদিবাড়ী রেলকলোনীতে  মাহবুবা খাতুন মিষ্টি(২৬) নামে  এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাদী পরিবারের দায়ের করা হত্যা মামলার অভিযোগে শ্বশুর রজব আলী, শ্বাশুড়ি শামশুন্নাহার ও ননদ রিনা ও রেহেনাকে রেলওয়ে পুলিশ  গ্রেফতার করেছে।বুধবার(১ ফেব্রুয়ারী) সকালে এই  মৃত্যুর ঘটনাটি ঘটে। জানা গেছে,  মঈলবার রাতে  শ্বশুরবাড়ির  লোকজনের হাতে শারীরিক  নির্যাতনের শিকার হন মিষ্টি। বুধবার সকালে শ্বশুরবাড়ীর লোকজনের চিৎকারে প্রতিবেশীরা  মিষ্টির পড়ে থাকা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মৃত্যুদেহ  উদ্বার করে সুরতহাল  তৈরী করে রেলওয়ে পুলিশ। এতে বাদী পরিবারের হত্যা মামলার অভিযোগে একই পরিবারে শ্বশুর- শাশুড়ি ও দুই ননদসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য,  সাহেবপাড়া মহল্লার মুদি  ব্যাবসায়ী মোবারক হোসেনের  মেয়ে মাহবুবা খাতুন মিষ্টির বিয়ে হয় পার্শ্ববতী হলদিবাড়ী রেলকলোনীর রজব আলীর ছেলে শাহনেওয়াজ হোসেন রনির সাথে। বিয়ের তিন মাসের মাথায় মিষ্টির  রহস্যজনক এই মৃতুর ঘটনাটি ঘটে। মিষ্টি’র স্বামী রনি নেত্রকোনার  মোহনপুরে বেসরকারী সংস্থা আশা নামক এনজিওতে কর্মরত আছেন বলে জানা যায়।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, প্রাথমিক  হত্যাকান্ড ধারনা করা হলেও ঘটনাটি প্রকৃত হত্যাকান্ড  কিনা রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না।

You must be Logged in to post comment.

গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |