ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পিএইচডি ডিগ্রী লাভ করলেন ফুলবাড়ীর তানভীর আলম অপু।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান তানভীর আলম অপু অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের বিশ্ববিখ্যাত মোনাশ ইউনিভার্সিটি থেকে পূর্ণ বৃত্তি সহকারে রাসায়নিক প্রকৌশল বিভাগে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন l তার এই ডিগ্রী প্রাপ্তিতে তার আত্বীয় স্বজন,বন্ধু-বান্ধব শুভাকাঙ্ক্ষী সহ শহরের
সুধিজনরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এই মেধাবী শিক্ষার্থীকে।
ডা.তানভীর আলম (অপু) ফুলবাড়ী পৌর শহরের
কাঁটাবাড়ী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মৃত বদরুদ্দিন আনসারীর ও মোছো: আনজুম আরা দম্পতির একমাত্র ছেলে। তার গবেষণার বিষয় ছিলো “উচ্চতাপমাত্রায় বায়োমাস থেকে বায়ো-এনার্জি রূপান্তরের সময় সৃষ্ট জটিলতার নিরীক্ষণ ও তার প্রতিকার”।
তার চাচা এমএ কাইয়ুম জানান,ডা.তানভীর আলম ২০০৬ সালে ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৮ সালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি এবং ২০১৪ সালে আহসানুল্লাহ সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে বিএসসি পাশ করে উচ্চতর ডিগ্রীর জন্য অস্ট্রেলিয়াতে পাড়িজমান। এরপর যথাক্রমে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ইয়নসে ইউনিভার্সিটি থেকে  এমএস, এবং মৌলিক গবেষণা কর্মের জন্য মোনাশ ইউনিভার্সিটি থেকে যথাক্রমে মোনাশ গ্রাজুয়েট স্কলারশিপ, ইন্টারন্যাশনাল পোস্টগ্রাজুয়েট রিসার্চ স্কলারশিপ, পোস্টগ্রাজুয়েট পাবলিকেশন অ্যাওয়ার্ড এবং বেস্ট পেপার অ্যাওয়ার্ড লাভ করেছিলেন l  ডা. আলম এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক বইয়ের অধ্যায়, একুশটি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ  লিখেছেন এবং অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, চীন ও
ইন্ডিয়ায় একাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন l তিনি বর্তমানে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি সরকারের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কর্মরত রয়েছেন।বর্তমানে  তিনি এবং তার স্ত্রী সহ আস্টেলিয়াতে বসবাস করছেন। তার এই সফলতায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

You must be Logged in to post comment.

স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      |     ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল     |     গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |