ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে কোরবানীর জন্য গরু উপহার দিতে চাই ঝিকরগাছার সাইফ

আফজাল হোসেন চাঁদ : প্রধানমন্ত্রীকে কোরবানীর জন্য গরু উপহার দিতে চাই ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ সাইফুর রহমান সাইফ। এবিষয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সহযোগীতা চেয়ে একটি লিখিত আবেদন দিয়েছেন তিনি।
ঘটনারা বিষয়ে জানতে চাইলে মোঃ সাইফুর রহমান সাইফ বলেন, আমি আমার পক্ষ হতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার বাড়িতে পোষা সাড়ে ৩বছর বয়সের প্রায় ১৫মন ওজনের একটি ষাড় গরু কোরবানী করার জন্য উপহার দিতে চাই। ২০১৭ সালে আমি তখন থাকি নারায়নগঞ্জ-এর সিদ্ধিরগঞ্জ থানার চৌধুুরি বাড়ীর বৌ বাজারে থাকতাম। হঠাৎ আমার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মাওয়া ঘাটে গিয়ে ছিলাম তখন ঘাট কর্তৃপক্ষ আমার নিকট হতে টিকিটের মূল্য ছাড়াও অতিরিক্ত অর্থ গ্রহণ করে। আমি বলেছিলাম পদ্মা সেতু হলে আর বেশি টাকা নিতে পারবেন না। এ কথা শুনে তারা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তখন আমি মনে মনে নিয়েত করি পদ্মা সেতু তৈরি হয়ে গেলে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরবানী করার জন্য একটি ষাড় গরু উপহার দিবো। এইজন্য আমি উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসেছি একটু সহযোগীতা নিয়ে আমি আমার ষাড় গরুটি পাঠাতে চাই।
উপজেলা নির্বাহী অফিসার অফিসার মোঃ মাহবুবুল হক বলেন, বর্তমানে করোনা মহামারী পরিস্থিতিতে আমাদের অনেক আনন্দ উৎসব যথাযথ ভাবে আমরা পালন করতে পারছি না। তবে পদ্মা সেতু আমাদের আবেগকে তাড়িত করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সবসময়ই আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধাবোধ রয়েছে। দলমত নির্বিশেষে ১৭কোটি বাঙালীর প্রাণে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এই ভালোবাসা ও শ্রদ্ধা আছে। আমারই কর্মস্থলের এলাকার একটি ছেলে সাইফুর রহমান সাইফ’র এই ভালোবাসা ও শ্রদ্ধা থেকে তিনি একটি ষাড় গরু মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য আবেদন দাখিল করেছেন। আবেদনটি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিবে। উর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাবাদি।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |