ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি প্রতিবন্ধী ইদিল মন্ডল

বাদশা আলম, শেরপুর, বগুড়া: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার বসতঘর পেয়ে খুশি বগুড়ার শেরপুর উপজেলার প্রতিবন্ধী ইদিল মন্ডল (৪৫)। সে আশ্রয়ন প্রকল্প-২ এ একটি পাকা ঘর পেয়েছেন। এতে সে বেজায় খুশি।
জানা যায়, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের দরিখাগা গ্রামের মৃত নছের আলীর ছেলে ইদিল মন্ডল। জন্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। ব্রেনেও তার কিছুটা সমস্য রয়েছে। তার বাবা কোনমতে দিন এনে দিন খান। এমন দৈন্যতার মাঝেই বড় হয়েছেন ইদিল। বর্তমানে তার কোন ভিটেমাটি নেই। স্ত্রী আনোয়ারা কে নিয়ে একটি ভাংগা ঘরে বসবাস করতেন তিনি। টানাপোড়েনের সংসারে জায়গা নিয়ে ঘর করবে এমন সামর্থ্যও নেই তার। সেই ইদিল মন্ডলের আজ দুঃখ মোচন হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় খানপুরের কয়েরখালী বুড়িমারি খালের উপর তাকে একটি পাকা ঘর দেওয়া হয়েছে। সেই ঘরে শয়নকক্ষের পাশাপাশি আছে রান্নাঘরও। সারাদিন কায়িক পরিশ্রম শেষে এখন আর কুড়ে ঘরে ফিরতে হবে না তার। ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র ইদিল মন্ডল এখন প্রতিদিন ফিরতে পারে তার নিজ ঘরে।
উপকারভোগী ইদিল মন্ডল বলেন, আমার স্ত্রীকে নিয়ে দড়িখাগা গ্রামের ওই ছোট ঝুপড়ি ঘরে থাকা খুব কষ্ট হচ্ছিল। প্রশাসনের লোকজন আমার এমন অবস্থা দেখে যাওয়ার পর ছবি, ভোটার আইাড কার্ড নেন। আমি স্বপ্নেও ভাবিনি যে দেশের প্রধানমন্ত্রী আমাকে বাড়ি দেবেন। প্রধানমন্ত্রী ঘর দেওয়ায় আমি খুব খুশি হয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, ভূমিহীন ও গৃহীনদের জন্য চমৎকার পরিবেশে মানসম্মত টেকসই ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এসব ঘরে আশ্রয় পাওয়াদের অধিকাংশই অন্য কারও আশ্রয়ে বসবাস করতেন। তারা এখন মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার পেলেন। এর ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। পর্যায়ক্রমে উপজেলার শতভাগ দরিদ্র জনগোষ্ঠী যাদের জমি ও ঘর নাই, তাদের বসবাসের জন্য বাড়ি করে দেওয়া হবে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |