ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে প্রতিনিধি সভায় মাহবুবুল আলম হানিফ খালেদা জিয়া দুর্নীতিবাজ নেত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ২১ মার্চের জনসভা জনসমুদ্রে রূপ নেবে সন্দেহ নেই। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে।আজ বুধবার দুপুরে পটিয়া ইন্দ্রপুলের হল টুডে কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ২১ মার্চ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।হানিফ বলেন, মায়ের অধিকার শেখ হাসিনা দিয়েছেন। স্কুলভর্তিতে মায়ের নাম বাধ্যতামূলক করেছেন। আগে এটা ছিল না। এখন সন্তানের নামের পাশে মায়ের নাম লেখা হচ্ছে। এ অধিকার শেখ হাসিনা দিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতিবাজ নেত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন। এতিমদের টাকা আত্মসাতের জন্য আদালত তাকে কারাদণ্ড দিয়েছেন। তার ছেলে তারেক রহমানকেও সাজা দিয়েছেন। সেই খালেদা নাকি গণতন্ত্রের মা! এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে। এদেশের মানুষ ২০১৩, ২০১৪ সালের আগুন সন্ত্রাস ভুলে যায়নি। বেগম খালেদা জিয়া খুনির মা। তিনি বলেন, মির্জা ফকরুল সাহেব আওয়ামী লীগ জনগণকে ভয় করে না। সন্ত্রাসী ও অপশক্তিকে ভয় করে না। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে। রাজাকারদের ফাঁসি দিয়েছে।প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি একেএম এনামুল হক শামীম। বক্তব্য দেন পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান চৌধুরী শেখর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুদ্দিন হাসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, সহ-সম্পাদক সালাউদ্দিন মাহমুদ, বদরুল আলম, জুবাইদা গুলশান আরা, জহিরুল ইসলাম প্রমুখ।সভায় জাতিরজনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়া অন্য কোনো নেতার ছবি জনসভার প্রচারণার পোস্টার, ব্যানার, ফেস্টুন না ছাপানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।তিনি বলেন, ২১ মার্চ জনসভা সফল করা আপনাদের দায়িত্ব। আমারও দায়িত্ব। পটিয়ার মাটি আওয়ামী লীগের উর্বর ভূমি। আমরা সুশৃঙ্খল জনসভা করতে চাই। জনসভায় যাতে মানুষ সুন্দরভাবে ঢুকতে ও বের হতে পারেন সে ব্যবস্থা করতে হবে। পোস্টার ব্যানারে শুধু নেতার নাম দিতে পারেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ। শামসুল হক চৌধুরী এমপি বলেন, নেতারা এসেছেন নির্দেশ দেওয়ার জন্য। আমরা অক্ষরে অক্ষরে পালন করব। জনসভার দিন রিকশা চলবে না। দোকান খুলবে না। ১১টায় সবাই মিলে পটিয়াকে জনসমুদ্রে পরিণত করব। পাঁচটা পর্যন্ত মাঠ ছাড়ব না। মোছলেম উদ্দিন আহমেদ বলেন, আমি জানি পটিয়া আওয়ামী লীগের আদর্শের প্রশ্নে আপসহীন, ঐক্যবদ্ধ। ২১ মার্চ আপনারা ঐক্যের শক্তি প্রদশর্ন করবেন। আপনারা কোনো নেতাকর্মীর নামে নয়, স্লোগান দেবেন শেখ হাসিনার নামে।সাইফুজ্জামান চৌধুরী শেখর বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল নামছে। এর মধ্যে আবার উল্লেখযোগ্য সংখ্যক নারী। আশাকরি পটিয়ার জনসভায়ও মানুষের ঢল নামবে। আপনারা দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে হবে ২১ মার্চ প্রধানমন্ত্রী আসছেন। তিনি বলেন, এ জনপদে একটি অপশক্তি আছে। তাদের রুখতে হলে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, অগ্নিযুগের পটিয়া। এখানে জাতির জনক এসেছিলেন। শেখ হাসিনা এসেছেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম আগমন। ২১ মার্চ পটিয়ার সমাবেশ হবে বাংলাদেশের ইতিহাস। শৃঙ্খলায়ও ইতিহাস সৃষ্টি করতে হবে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |