ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফাল্গুন ও বসন্ত

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ শীতরে রক্তিতা মুছে প্রকৃতজিুড়ে সাজ সাজ রব এখন। বর্বিণ প্রকৃততিে জগে উঠছে নতুন জীবনরে ঢেউ।নীল আকাশরে সোনাঝরা আলোর মতোই আন্দোলতি হৃদয়। আপ্লুত। আহা! কী আনন্দ আকাশে বাতাস। রবীন্দ্রনাথ ঠাকুররে ভাষায়, ‘আহা, আজি এ বসন্ত/কত ফুল ফোট, কত বাঁশি বাজ/কত পাখি গায়। ’ বছর ঘুরে আবার এলো সেই ফুল ফোটার দিন। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার। পহেলা ফাল্গুন।বসন্তের প্রথম দিনে আজ নানা আয়োজনে আলোড়িত হবে ঠাকুরগাঁও জেলার তরুণ-তরুণীরা বইমেলা, সহ আনন্দে রাখবে সারা দিন।বিভিন্ন , খাবারে দোকানগুলো মুখর থাকব। মোবাইল ফোনে এসএমএস আদান-প্রদান,ফেসবুক, টুইটার প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে বরণ করা হবে ঋতুরাজ বসন্তকে। বসন্তরে প্রকৃত রূপ দেখা যায় গ্রাম; শহরে তেমন নয়। ষড়ঋতুর দেশে আবহমান গ্রামবাংলার প্রকৃতিতেই মূলত বসন্ত জানান দেয় তার আগমনী বারতা। গ্রামের মেঠো পথ, নদীর পাড়, বৃক্ষরাজ, মাঠভরা ফসলের ক্ষেতে বসন্তে রঙ্গিন হয়ে ওঠে।নির্সগের র্বণচ্ছটায় প্রকৃতি হয়ে ওঠে বিষ্ময়। কচি পাতায় আলোর নাচনের মতোই তখন বাঙালরি মনে দোলা লাগে হৃদয় হয়।বসন্তের সাজে আজ মানুষ ঘর ছেড়ে বেড়িয়ে পড়ব, প্রকৃতরি সঙ্গে একাত্ম হব। প্রীতির বন্ধনে আপন মহমিায় খুঁজে নেবে বসন্তকে সেই মিলনের তাগি; আজ সারা দিন দেশের নানা প্রান্তে বসন্তবরণে মেতে উঠবে জাতি

 

You must be Logged in to post comment.

বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে স্বাধীনতা দিবস উদযাপন      |