ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফুটবলার বোল্ট

উসাইন বোল্ট। পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মানব। সম্প্রতি জ্যামাইকান সেনসেশনের পরিচয়টা অবশ্য বদলে গেছে। এখন আর তিনি স্প্রিন্টার নন, একজন ফুটবলার। প্রতীক্ষার প্রহর গুনছেন অভিষেকের।

গত মাসের প্রান্ত সীমায় দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় ক্লাব মামেলোডি সানডাউন্সের সঙ্গে ফুটবলার হিসেবে চুক্তি করেছেন বোল্ট। ওল্ড ট্রাফোর্ডে প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটের বিপক্ষের ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরু হবে জ্যামাইকান গতিদানবের। তবে বোল্টের অভিষেক প্রতিযোগিতামূলক ম্যাচ দিয়ে হচ্ছে না, প্রদর্শনী এক ম্যাচে ফুটবলার হিসেবে যাত্রা শুরু করবেন তিনি।

তবে লড়াইয়ে নামার আগের নিজেকে ঝালিয়ে নিচ্ছেন বোল্ট। নিয়মিত অনুশীলন করছেন সানডাউন্সের হয়ে। পাশাপাশি সুযোগ বুঝে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে ট্রায়াল দেওয়ার কথা রয়েছে নয়টি অলিম্পিক স্বর্ণজয়ী কিংবদন্তির।

ফুটবলার হিসেবে যে তিনি বাজিমাত করতে মুখিয়ে আছেন সেটা আগে-পরে পায়ের কারুকার্যে দেখিয়েছেন বোল্ট। ফুটবলীয় দক্ষতায় বোল্টর পারদর্শীতা আরো বেড়েছে। মঙ্গলবার একটি ভিডিও বার্তা প্রকাশ করে বিশ্বফুটবলকে নিজের সামর্থ্যের কথাটা আরো একবার জানিয়ে দিলেন ৩১ বছর বয়সী এই তারকা।

কদিন বাদেই আন্তর্জাতিক ফুটবল ম্যাচের বিরতি। এ সময় ডর্টমুন্ডের জার্সিতে ট্রায়াল দিতে পারেন বোল্ট। তবে এটা তার জন্য কঠিন কিছু হবে না বলে জানিয়েছে জার্মান গণমাধ্যমগুলো। কারণ বোল্ট এবং ডর্টমুন্ড দুই পক্ষেরই পৃষ্ঠপোষক ‘পুমা’।

অবশ্য ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজেকে প্রমাণ করলেও বোল্ট ফুটবলার হিসেবে সফল হবেন না বলে অনেকেই খোঁচা মেরেছেন। সেই দলেরই একজন বার্সেলোনার প্রাক্তণ তারকা ফুটবলার জাবি হার্নান্দেজ।

বোল্টকে উদ্দেশ্য করে বিশ্বজয়ী স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘আমি উসাইন বোল্টকে ভালোবাসি। তিনি দারুণ একজন অ্যাথলেট। তার চেয়ে দ্রুতগতিতে দৌড়ানোর মতো কেউ নেই। কিন্তু বোল্টের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি কখনো ফুটবল মাঠে সফল হতে পারবেন না।’

বোল্ট অবশ্য হারার আগে হার মানার পাত্র নন। সবটুকু নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি ঝরেছে তার কণ্ঠে। তিনি বলেছেন, ‘শুরু থেকেই অনেকে বলে আসছে আমি নাকি পারব না। আমি মাঠে নিজেকে প্রমাণ করতে চাই।’

শেষ পর্যন্ত বোল্ট ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন কিনা সেটা বলে দেবে সময়। আপাতত ফুটবলার বোল্টের অভিষেকের দিকে চেয়ে আছেন তার ভক্তকূল।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |