ঢাকা, মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪ ইং | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২২-২০২৩ অর্থ বছরের খরিফ-১/২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ ও পাট চাষে প্রণোদনা স্বরুপ ক্ষুদ্র,প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩মার্চ)  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রুম্মান আক্তার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা:শিবলী খন্দকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম,ইউপি চেয়ারম্যান এনামুল হক, মানিক রতন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রুম্মান আক্তার বলেন,উপজেলার মোট ১হাজার ৫শ ক্ষুদ্র,প্রান্তিক ও মাঝারি কৃষককের মাঝে জন প্রতি ৫কেজি ধান বীজ,১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ সহ ২৫০জন কৃষকের মাঝে জন প্রতি ১কেজি করে পাট বীজ বিনামুল্যে বিতরণ করা হবে।

You must be Logged in to post comment.

আটোয়ারী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট সমুহে ৪৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন      |     বাক-প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাত     |     পঞ্চগড়ের আটোয়ারী প্রাণী সম্পদ অফিস চাচার অফিসে ভাতিজার রাজত্ব     |     মেহেরপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসিনা প্রাইভেট হাসপাতাল মালিকের জেল-জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত     |     জীবন যেখানে যেমন ! জীবন জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও জেকের আলী ফেরী করে ঝাঁটা-বাড়–ন     |     মেহেরপুরের জয়পুর সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |     মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু     |     পথশিশুদের সাথে ঝিকরগাছা স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল     |     নাভারণ হাইওয়ে পুলিশের ৩দিনের আলটিমেটাম ৩৭ দিনেও শেষ হয়নি!     |