ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। দিনটি উদযাপনে নানারুপে সেজেছে খ্রিষ্টান পল্লীগুলো।
দিবসটি উপলক্ষে রোববার (ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের পারইল কদবী ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম মুর্মুর পরিচালনায় বিশেষ প্রার্থনা করা হয়।
ফুলবাড়ী উপজেলার ৫৮টি গির্জা ও চার্জে বড়দিনের প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থনা শেষে বড়দিন উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীরা তাদের নিজস্ব সংস্কৃতিতে বাদ্যযন্ত্র বাজিয়ে গানের তালে তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন ।
উপজেলার আদিবাসী পাড়া ঘুরে দেখা গেছে, বড়দিন উপলক্ষে ক্ষুদ্র-নৃগোষ্ঠী নারীরা তাদের বাড়ীর সৌন্দর্য ফুটিয়ে তুলতে মাটির দেয়ালে নানা রকমের ফুল এবং নকশা একেছেন। এদিকে দিনটি উপলক্ষে নানা রকমের ফুল, বেলুন, নকশা করা কাগজ ও জরি দিয়ে সাজিয়েছেন তাদের গির্জা। খ্রিষ্টান পল্লীগুলোকেও নানা রঙে সাজিয়ে তোলা হয়েছে। সাধ্যমতো নতুন জামা কাপড় পড়েছে পরিবারের সকলে। খ্রিষ্ট পল্লীতে ছিল উৎসবের আমেজ,দিন ব্যাপী ছিল নানা আয়োজন।
ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের পারইল কদবী ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু জানান, খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এইদিনে জন্মগ্রহণ করেন।তাদের বিশ্বাস,সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন। তিনি বলেন,সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার লক্ষে যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন। প্রভুর জন্মদিন উপলক্ষে এই বড়দিন উদযাপন করা হয়। শুভ বড়দিনে ঈশ্বর যীশুর কাছে দেশবাসীসহ সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়েছে। এদিকে উপজেলার পুখুরীএসডিএ চার্জে খ্রিষ্ট ধর্মের নারী-পুরুষদের প্রার্থনা পরিচালনাসহ ধর্মীয় আলোচনা করেন নরেশ মারান্ডি।
অপরদিকে পুখুরী কামারপাড়া ক্যাথলিক চার্জে প্রার্থনা পরিচালনা করেন পালক ফান্সিস মুর্মু। নানা অয়োজনের মধ্যদিয়ে দিনব্যাপী দিবসটি উদযাপন করা হয়।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |