ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে দু’মাস ধরে এ‌সিল্যান্ড পদশূণ্য! ভোগা‌ন্তি‌তে সেবা গ্রহীতারা।

মেহেদী হাসান,ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি: দিনাজপুরের ফুলবাড়ীতে দু’মাস ধরে উপজেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) পদ‌টি শুণ্য র‌য়ে‌ছে। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ভারপ্রাপ্ত দা‌য়ি‌ত্বে থাক‌লেও নিজ কার্যাল‌য়ে কা‌জের ব্যস্ততা থাকায় তি‌নি ভূ‌মি সংক্রান্ত কাজে সময় দিতে পা‌রছেন না। ফ‌লে ভোগা‌ন্তি‌তে প‌ড়তে হচ্ছে দূর-দূড়ান্ত থে‌কে সেবা নি‌তে আসা সাধারণ মানুষের।
সহকারী ক‌মিশনা‌রের কার্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) শা‌মিমা আক্তার  জাহান চলতি বছরের গত ১২ই সে‌প্টেম্বর প‌দোন্ন‌তি পে‌য়ে চ‌লে যাওয়ার পর থে‌কে তার পদ‌টি শূণ্য হ‌য়ে যায়। ফ‌লে খা‌রিজ, ভি‌পি, মিস‌কেইস সহ ভূমি সম্প‌র্কিত সব ধর‌ণের কাজ ঝু‌লে আ‌ছে। প্র‌তি‌দিন অ‌ফিস খোলা হ‌লেও কর্মকর্তা না থাকায় গুরুত্বপূর্ণ কাজগুলো করা সম্ভব হ‌চ্ছেনা। এ‌তে এক‌দি‌কে যেমন সাধারণ মানু‌ষের ভোগা‌ন্তি বাড়‌ছে, অন্য‌দি‌কে কর্মচারী‌দের দিন কাট‌ছে যেন‌তেন ভা‌বে।
মঙ্গলবার সকালে স‌রেজ‌মি‌নে ফুলবাড়ী উপ‌জেলা সহকারী কমিশনা‌রের কার্যাল‌য়ে গিয়ে দেখা যায়, দূর-দূড়ান্ত থে‌কে আশা মানুষ খা‌রি‌জসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য এ‌সে‌ অফিস চত্বরে ভীড় করছেন। দি‌নের পর দিন ঘুর‌ছেন তারা। খা‌রিজ ছাড়া জ‌মি ক্রয়-বিক্রয় কর‌তে পার‌ছেন না। ক‌বে নতুন এ‌সিল্যান্ড আস‌বেন তাও জা‌নেন না তারা।এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
কথা হয় এলুয়ারী ইউ‌নিয়‌নের শালগ্রাম ‌থে‌কে নামজারি খা‌রি‌জের জন্য আশা আ‌বেদা বেগম (৫৫)এর সাথে। ‌
তিনি জানান, দু’মাস আ‌গে খা‌রি‌জের আ‌বেদন দি‌য়ে‌ছি। বারবার এ‌সে ঘু‌রে যা‌চ্ছি। এ‌সিল্যান্ড না থাকায় কাজ হ‌চ্ছে না। নতুন এ‌সিল্যান্ড ক‌বে আস‌বে কেউ বল‌তেও পার‌ছেনা। খা‌রিজ ছাড়া জ‌মি বি‌ক্রি কর‌তে পার‌ছিনা।
কাঁটাবা‌ড়ি গ্রা‌মের মিলন মন্ডল (৩৫) জানান, তিন মাস আ‌গে খ‌রি‌জের আ‌বেদন দি‌য়ে এখনও ঘুরছেন। তি‌নি ব‌লেন, অফিসার না থাকায় জনগ‌ণের চরম ভোগা‌ন্তি হ‌চ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকষণ করছি সাধারণ মানুষের বিষয়‌টি অনুধাবন ক‌রে তারা যেন দ্রুত নতুন এ‌সিল্যান্ড নি‌য়োগ দেন।
নাম প্রকাশ না করার শ‌র্তে উপ‌জেলা সহকারী কমিশনা‌র (ভূ‌মি) এর কার্যাল‌য়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এ‌সিল্যান্ড স্যারের পদ‌টি দু’মাস থে‌কে শূণ্য থাকায় জনগ‌ণের ভোগা‌ন্তি হ‌চ্ছে। এ পর্যন্ত খা‌রি‌জের আ‌বেদন জমা প‌ড়েছে ৫শ’র বে‌শি। মিস‌কেইস আবেদন প‌ড়ে‌ছে ১২৯‌টি। এ‌সিল্যান্ড ছাড়া এ কাজগু‌লো করা সম্ভব না। ইউএনও স্যার ভারপ্রাপ্ত দা‌য়ি‌ত্বে থাক‌লেও ব্যস্ততার কারণে সময় দিতে পারছেননা। প্র‌তি‌দিন শত শত মানুষ আস‌ছে, আমরা যতটা সম্ভব বু‌ঝি‌য়ে ফেরত পাঠাচ্ছি।
জানতে চাইলে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উ‌দ্দিন ব‌লেন,নিজ দপ্তরে কাজের চাপ সামলিয়ে সপ্তাতাহে দুদিন সেখানে বসছি। নতুন এসিল্যান্ড না আশা পর্যন্ত সাময়িক একটু অসুবিধা হচ্ছে। তিনি এলে এই সমস্যা থাকবেনা।নতুন এসিল্যান্ড নিয়োগের বিষয়টি কতৃপক্ষের ব্যাপার,আশা করা যায় শিঘ্রই
এসে যাবে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |