ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভারতীয় মদ সহ এক যুবক আটক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৭ বোতল মদ সহ রুকুনুজ্জামান বাদশা(২৮) কে অটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ঝাজিরা গ্রামে তার নিজ বাড়ী থেকে ভারতীয় মদ সহ তাকে আটক করা হয়।
আটক রুকুনুজ্জামান বাদশা উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ঝাজিরা গ্রামের মোঃ আব্দুল খালেক এর ছেলে।
মামলা সুত্রে জানা গেছে,মাদক বিরোধী অভিযান চলা কালে,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পাইতলী সীমান্ত এলাকায় ভারতীয় তৈরী মদ বিক্রয় হচ্ছে । এমন খবর পেয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম এর নির্দেশ মোতাবেক উপ-পরিদশক পুলিশ (এসআই) আরিফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ঝাজিরা গ্রামের একটি বাড়ীতে অভিযান চালায়। এসময় রুকুনুজ্জামান বাদশা পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা পিঠে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে,পুলিশ রুকুনুজ্জামানকে ধাওয়া করে প্লাস্টিকের বস্তা তল্লাশী চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৭ বোতল মদ সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। যার সিজার মুল্য একুশ হাজার টাকা। জব্দকৃত প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে MAGIC MOMENTS GRAIN VODKA TRIPLE DISTILLED BLENDED WITH IMPORTED GRAIN SPIRITS লেখাসহ বোতলের গায়ে আটকানো কাগজের লেবেলে ইংরেজিতে RADICO KHAITAN LTD, Bareilly Road Rampur-244901 (up) made in india.375 ml, লেখা রয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, তার নির্দেশে ,গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাত বোতল বিদেশী মদ সহ রুকুনুজ্জামান বাদশা কে আটক করা হয়েছে।নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে, তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২৪(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |