ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে ইফতার পরবর্তী সংঘর্ষে আহত-২২

বাদশা আলম  শেরপুর (বগুড়া) প্রতিনিধি.পাতা শুকানোকে কেন্দ্র করে ইফতার পরবর্তী সময়ে বগুড়ার শেরপুর দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২৪ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের চকমুকুন্দ গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের বাসিন্দা মীর আহমেদ (১৮), জিয়া হাসান (৩১), অমেলা বেগম (৪৫), আবদুল মজিদ (৪২), বেগম আকতার (৪৫) ও শাহ আলম (৩৬), সাইফুল ইসলাম (৫০), নায়েব আলী (৬০)। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসীরা জানান, শুক্রবার(২৪ মার্চ) দুপুরে আহত জিয়া হাসানের মা অমেলা বেগম প্রতিবেশী আসাদুলের জায়গার ওপর গাছের পাতা শুকাতে যান। এ সময় আসাদুল তাকে গালিগালাজ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ইফতারের পর উভয়পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
আহত নায়েব আলীর স্ত্রী কমলা বেগম (৪৫) বলেন, সন্ধ্যার সময় আসাদুলের নেতৃত্বে তার পরিবারের লোকজন আমাদের বাড়িতে এসে হামলা করে। আমার স্বামী তাকে অনেক অনুরোধ করে। কিন্তু তারা তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। তার হাতে আটটি সেলাই দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে বহিরাগত কিছু লোকও ছিল।
আসাদুল ইসলাম বলেন, ‘জিয়ার নেতৃত্বে ২০-২৫ জন আমাদের বাসায় হামলা করেছে। এতে আমার অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১১ বছর বয়সী মেয়ে আহত হয়েছে। প্রতিপক্ষ আমাদের বাড়িতে এসে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছে। তাদের সাথে আমাদের আগে থেকেই জায়গা নিয়ে বিরোধ ছিল। তার জের ধরেই আমাদের উপর হামলা করেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনা জেনেছি। তবে একপক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |