ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে পুকুরের গ্রাসে ৩ সড়ক ॥ প্রতিবাদে মানববন্ধন

বাদশা আলম শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের প্রত্যন্ত পল্লীর মির্জাপুর ইউনিয়নের দরিমুকুন্দ গ্রামের মৃত দুখু মিয়ার ছেলে প্রভাবশালী ওয়াছ আলী নিজ সম্পত্তির অজুহাত দেখিয়ে গ্রামের মধ্য দিয়ে তিনদিকে বয়ে যাওয়া গুরুত্বপুর্ণ রাস্তার মাঝখানে মাছ চাষের জন্য কয়েক বছর আগে পুকুর খনন করে মাছ চাষ করতে থাকে। প্রায় ১৩ বছর আগে পুকুরটি খনন করার কারণে চলাচলের তিনটি রাস্তার উপরিভাগের মাটির অংশ পুকুরের মধ্যে ভেঙ্গে পড়ায় ঐ রাস্তাগুলো দিয়ে মানুষ সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে চরম ভাবে ব্যাহত হচ্ছে। চলাচলের গুরুত্বপূর্ণ এ ৩টি সড়ক রক্ষা ও সংস্কারের দাবিতে ২৪ জানুয়ারি রোববার সকাল ১০ টায় দরিমুকন্দ গ্রামের ভুক্তভোগী সকল জনসাধারণের উদ্যোগে ভেঙ্গে যাওয়া সড়কের উপর মানববন্ধন ও এক প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়েছে।
দড়িমুকুন্দ গ্রামের মাতব্বর আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল লতিফ, মুনছুর আলী, মোঃ টুনু হাজি, বেলাল হোসেন, মোকাব্বেল হোসেন, গোলাম রব্বানী প্রমুখ।অনুষ্ঠিত এ মানববন্ধনে গ্রামবাসী সহ দড়িমুকুন্দ গণকবর হাফেজিয়া মাদ্রাসর শিক্ষার্থীরা অংশ নেয়।
বক্তারা বলেন, সরকারি রাস্তা ঘেঁষে পুকুরের পাড় না রেখেই প্রায় ৪০ শতাংশ জায়গায় পুকুরটি খনন করে মাছ চাষ করে আসছে প্রভাবশালী ওয়াছ আলী। কিন্তু সীমানা না রেখে সড়ক ঘেঁষে পুকুর টি খনন করার ফলে রাস্তা ভেঙ্গে পুকুরের পেটে চলে যাচ্ছে। প্রতিনিয়ত রাস্তা ভেঙ্গে পুকুরের গর্ভে বিলীন হওয়ায় চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের। ঐ পুকুর মালিককে একাধিকবার রাস্তা সংস্কার করার কথা বললে তিনি কাউকেই পাত্তা দেন না। গ্রামের কয়েকটি রাস্তা রক্ষার্থে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |