ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্তমান সরকারের আমলে কেউই নিরাপদ নয় ———জিএম কাদের

মোঃ রেজাউলকরিম,লালমনিরহাট।বর্তমান সরকারের কার্যকলাপে কোনও পরিবর্তন হয় নাই। তারা বিএনপির থেকে বেশি খারাপ কাজ করেছে। তারা অর্থনৈতিক লুটপাট থেকে শুরু করে মানুষের জানমাল কেড়ে নিচ্ছে। এ সরকারের আমলে কেউই নিরাপদ নয়।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সফরে এসে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পুজা পরিদর্শনেকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি এসব কথা বলেন। পরিদর্শনকালে জেলা জাপার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আওয়ামীলীগ কার্যকলাপে কোন পরিবর্তন হয় নাই। আওয়ামী লীগকে আমরা সমর্থন দিয়েছিলাম যে আশায় সেইগুলোর কোনটারই সমাধান করেনি বরং আরো বেশি করেছে। বিচার বর্হিভূত হত্যা ও দূর্নীতি দূরীকরণ, দলীয়করণের অনিয়ম এবং হাওয়া ভবন দখলসহ বিভিন্ন অনিয়ম করেছে বর্তমান সরকার
নির্বাচন বর্জন ও ইভিএম নিয়ে তিনি আরও বলেন, নির্বাচন বর্জনের বিষয়টি পার্টির জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এধরনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সাধারণ জনগণের কথা চিন্তা করতে হবে, পার্টির নেতাদের সাথে পরামর্শ করতে হবে। তাছাড়া দেশবাসীর কথা বলতে গেলে বা কিছু জানাতে গেলে সংসদের মাধ্যমেই বলার সুযোগ পাই। তাই এ বিষয়ে আমরা কোনও রকম সিদ্ধান্ত নেই নাই।
হিন্দু সম্প্রদায়ের লোকজনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। জাতীয় পার্টির সরকার সব সময় তাদের সাথে ছিল আর সব সময় পাশে থাকবে।যে কোনও আপদে বিপদে আনন্দে সব সময় হিন্দু সম্প্রদায়ের সাথে থাকব আমরা।
বিকালে গোলাম মোহাম্মদ কাদের এমপি, লালমনিরহাটের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে মহেন্দ্রনগরের বুড়িবাজারের শ্রী শ্রী বৃদ্ধেশ্বরী ও রাধা গোবিন্দ মন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন এবং ১ লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা দেন।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |