ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বহিষ্কারাদেশ পেয়ে আটোয়ারীতে অজ্ঞান হয়ে পড়লেন এক পরীক্ষার্থী

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের আটোয়ারীতে পরীক্ষায় বহিস্কারাদেশ পেয়ে অজ্ঞান হয়ে পড়লেন এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ মে) চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া ওই শিক্ষার্থী আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্র সচিব মোঃ আব্দুল কুদ্দুশ বিষয়টি নিশ্চিত করে বলেন, জীব বিজ্ঞান পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে ওই শিক্ষার্থী। পরে পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে বহিস্কারাদেশের খবর পেলে তাৎক্ষনিক ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে পড়েন। এঅবস্থায়, তাকে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত বহিস্কৃত ওই শিক্ষার্থী হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৮ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ হুমায়ুন কবীর জানান, অতিরিক্ত টেনশনের জন্য তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |