ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের উন্নয়নে কৃষকের বড় ধরনে ভুমিকা রয়েছে, এ জন্য কৃষকের পাশের দাড়ানো প্রয়োজন সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ॥ বাংলাদেশের উন্নয়নে কৃষকের বড় ধরনের ভুমিকা রয়েছে, এ জন্য আমাদের সবার কৃষকের পাশের দাড়ানো প্রয়োজন। সোমবার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চত্বরে কৃষকের মাঝে সার, বীজ ও হারভেষ্টার মেশিন বিতরন কালে এ কথা বলেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোশারফ হোসেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তর উদ্দানের পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান শরিফুরন্নেছা মিকি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকী, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, পৌর আওয়ামীলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল ও মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।

অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মহাসিন আলী। এ সময় সংসদ সদস্য ১ হাজার চাষীর হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দেন। এবং তুলে দেন তিনটি হ্যারভেস্টার মেশিন। যা বিতরণ হয় কুশনার কৃষক আব্দুল মতিন, দোড়ার জাহিদুর রহমান ও সিঙ্গিয়ার আই পি এম ক্লাবের কৃষকদের মাঝে। তিনি বলেন করোনা কালিন সময়ে কৃষকরা ধান কাটার লেবার পাবে না। এ ছাড়া পেলেও অনেক দাম। এ সব কথা মাথায় রেখে প্রধান মন্ত্রী এ হারভেস্টার মেশিন দিয়েছেন কৃষকদের মাঝে। যেটা থেকে তারা উপকৃত হবে। আর তারা উপকৃত হলে দেশ ও দেশের মানুষ উপকৃত হবেন।

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |