ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের মেহেরপুর জেলা কমিটি অনুমোদিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের মেহেরপুর জেলা শাখার কার্য নির্বাহী কমিটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে।আজ ৬ মে, ২০২৩ ইং বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দে ও সাধারন সম্পাদক এম,আলীম স্বাক্ষরিত পত্রে জেলা কমিটির অনুমোদন দেয়া হয়। ‘যাত্রা আমাদের ঐতিহ্য’ এ শ্লোগানে সুস্থ বিনোদনের মাধ্যম ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতির দর্শক নন্দিত যাত্রাশিল্পকে ফিরিয়ে আনার প্রত্যয়ে মেহেরপুরে গঠন করা হয়েছে জেলা কার্য নির্বাহী কমিটি।
ঐতিহ্যবাহী মেহেরপুর থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে ত্রি-বার্ষিক কর্মী সম্মেলনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট জেলা শাখার কমিটি গঠন করা হয়।
ব্যাপক আলোচনা শেষে সীমান্ত অপেরার পরিচালক নাট্যশিল্পী আব্দুর রাজ্জাককে সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যাত্রাশিল্পী মহিদুল ইসলাম মহিত কে সাধারন সম্পাদক মনোনীত করে কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। জেলা কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন মেহেদী হাসান, সাংস্কৃতিক কর্মী শাশ্বত চক্রবর্তী নিপ্পন সহ সাধারন সম্পাদক হিসেবে রয়েছেন মনিরুজ্জামান টিটু, ডাক্তার শরিফউদ্দীন ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক পদে আলী আজগর, সহ সাংগঠনিক পদে হায়দার আলী, প্রচার সম্পাদক অসাদুজ্জামান লাল্টু, সহ প্রচার সম্পাদক মিজানুর রহমান ওল্টু, দপ্তর সম্পাদক পদে বশির উদ্দীন, সহ দপ্তর সম্পাদক পদে আব্দুস সামাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল মেম্বার, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, মহিলা সম্পাদিকা পদে রেহেনা পারভীন, সহ সম্পাদিকা পদে নার্গিস আক্তার, শ্রীমতি চম্পা রানী ও শামিমা খাতুন ।এছাড়াও ৯ জন নির্বাহী সদস্য রয়েছেন।
জেলা কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান, মুজিবনগরের নাট্য সংগঠক বিএম জাহিদ হাসান রাজিব, গাংনীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম ।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |