ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে চলছে প্রতিযোগীতা

 মজিবর রহমান শেখ, বালিয়াডাঙ্গী প্রতিনিধি : শুদ্ধভাবেগীত চর্চাকে অনুপ্রাণিত করতে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল হতে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে ভানোর ও দুওসুও ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষার্থীরা এবং লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে পাড়িয়া ও চাড়োল ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

আগামীকাল বুধবার ওই ২টি ভেন্যুতে সকাল থেকে বিকাল পর্যন্ত এ সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে  জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান।

তিনি বলেন ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা থেকে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পর্যায়ে জাতীয় সংগীত প্রতিযোগিতা করা হবে।

২টি ভেন্যুতে প্রতিযোগিতার বিচার হিসাবে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষক সাইফুল আলম বাবু, যতিষ চন্দ্র, রত্নাই বগুলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পবিতা রানী, বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায়, বালিয়াডাঙ্গী ফুলতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুরা বেগম দায়িত্ব পালন করছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ২০ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে আন্তঃশ্রেণি প্রতিযোগিতা শেষ হয়েছে। ০১ থেকে ০৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা শেষে ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে, ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এবং পাঁচ থেকে ১১ মার্চ বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ থেকে ২০ মার্চ পর্যন্ত চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |