ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে নিজপাড়া ইউপি সচিব ইয়াকুবের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত ও গাফিলতির অভিযোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে ইউপি সচিব ইয়াকুব আলীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত ও গাফিলতি বিষয়ে জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ করা হয়েছে। উপজেলার নিজপাড়া ইউপি চেয়ারম্যান এমএ খালেক সরকার ও ১৩জন ইউপি সদস্যের অভিযোগ সুত্রে জানা গেছে, কর্মরত ইউপি সচিব মোঃ ইয়াকুব আলী দীর্ঘ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। ফলে ইউনিয়ন পরিষদের উন্নয়ন মুলক প্রকল্পের কাজ বন্ধ হওয়া সহ প্রতিদিনের জরুরী কাজের জন্য সচিব না থাকায় অনেক সরকারী/বেসরকারী কাজসহ সালিস মিমাংসার কাজ বন্ধ হয়ে গেছে। সচিব ইয়াকুব আলী মোবাইল ফোন রিসিব করেন না, তিনি হাজিরা খাতা বা মুভমেন্ট রেজিষ্টার অনুসরন করেন না। ইউনিয়ন পরিষদের আদায়কৃত রাজস্ব ব্যাংকে জমা করেন কি না তা পরিষদকে অবহিত করা হয় না। উপরোক্ত সমস্যার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালককে মৌখিক ভাবে বারবার অভিযোগ করেও কোন সুফল হয়নি। নিরুপায় হয়ে নিজপাড়া ইউপি চেয়ারম্যান এমএ খালেক সরকার, ইউপি সদস্য জবা রানী, তাজনুরা বেগম, হোসনে আরা, পুনেন্দু রায়, জিয়াইর রহমান, মকছেদুল হক, আব্দুর রাজ্জাক, আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক-২, ওবাইদুল হক, দুলাল হোসেন ও ইসমাইল হোসেনসহ পরিষদের ১৪গন স্বাক্ষরিত অভিযোগে ইউপি সচিব ইয়াকুব আলীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও গাফিলতির বিষয়ে নিজপাড়া ইউনিয়ন পরিষদ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য গত ১৫ ফেব্রুয়ারী দিনাজপুর জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |