ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে পুলিশ এক চাষীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে ২০ ফেব্রম্নয়ারী সকালে পুলিশ এক চাষীর লাশ উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য মর্গে প্রেরন করা হয়েছে।বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলার সাতোর ইউনিয়নের ডাকেশ্বড়ী গ্রামের মৃত গবিন চন্দ্র রায়ের ছেলে রমেশ চন্দ্র রায় শুনু ( ৫৫) গত সোমবার বিকেলে বাড়ী থেকে নিখোঁজ হয়। ২০ ফেব্রম্নয়ারী সকালে পথচারীরা ঢাকা-পঞ্চগড় মহাসড়কের কবিরাজহাট এলাকার একটি স’মিলে কাঠের উপর মৃত অবস্থায় দেখতে পেয়ে পথচারীরা পরিবারকে খবর দেয়।এরপর ভোগনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বদিউজ্জামান পান্নার মাধ্যমে পুলিশ সংবাদ পেয়ে এসআই প্রভাত চন্দ্র সরকার ও মোঃ আল আমিন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর এমএ রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।প্রতিবেশীরা জানান, সম্প্রতি রমেশ চন্দ্র রায় শুনুর একটি অষ্টিলিয়া গাই গরম্ন অজ্ঞাত চেরেরা চুরি করে। মুক্তিপনের মাধ্যমে চুরি যাওয়া গাইটি পাওয়ার আশায় চিহিৃত চোরদের পিছে ঘুরছিল। ঘটনার আগের দিন বিকেলে বাড়ী থেকে বেড়িয়ে গরম্ন খুজতে যায় রাতে সে বাড়ীতে ফিরে আসেনি। অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারনা মুক্তিপনের টাকা নিয়ে তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে স’মিলে শোয়ায়ে রেখে খুনিরা পালিয়ে গেছে।ওসি তদনত্ম মোঃ মছলেউল গনি সংবাদে সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যাক্তি সনুর অনেক টাকা ঋণ ২০ ফ্রেরম্নয়ারী সালিস বৈঠক হওয়ার কথা ছিল। সে কারনে আত্মহত্যা করতে পারে। তার মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। থানায় একটি অস্বাভা

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |