ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীদের মতবিনিময় সভা

মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পর্যায়ে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের হলরুমে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমোরপুর ইউনিটের সভাপ্রধান ও উপজেলা মৎসজীবী সমন্বয় সমিতির সভাপতি নরেন চন্দ্র দাসের
সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক নিতাই সাহা লেলিন, বিকাশ ঘোষ, তোফাজ্জল হোসেন, অঞ্চলিক সমন্বয়কারী সন্তষ কুমার রায়, শিবরামপুর ইউনিয়ন ভূমিহীন সমন্বয় কমিটির সভাপ্রধান অর্জুন রায়, গোলাপগঞ্জ ইউনিয়নের সভাপ্রধান মো.সাইদুল ইসলাম, দিনাজপুর ডিএলসিসি সদস্য রূপালী সরকার ও নিমাই বর্মন। অনুষ্ঠানটি পরিচালনা করেন   গ্রাম সহায়ক মো. আমিনুল ইসলাম। এসময় উপজেলার ১১টি ইউনিয়নের জনসংগঠনের গ্রাম সভা প্রধানগণ ও ভূমিহীন সদস্যরা উপস্থিত ছিলেন। ভূমিহীনরা তাদের বক্তব্যে বলেন, আবাদযোগ্য জমি বলতে আমাদের কিছু নেই, এমনকি অনেকের বসতভিটা পর্যন্ত নেই। আবাদযোগ্য জমি না থাকায় অনাহার উপবাস আমাদের নিত্য দিনের সাথী। মাথা গোজার জন্য যে ঘরটি আছে সেটি অন্যের জমিতে হওয়ায় আমরা অনেকেই উচ্ছেদের ভয়ে সর্বদায় আতঙ্কিত থাকি। অথচ মানুষের মৌলিক চাহিদা গুলির মধ্যে বাসস্থান হলো অন্যতম। সেই লক্ষ্যে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে কৃষি জমি বন্দোবস্ত দেয়ার জন্য আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। উল্লেখ্য যে,বীরগঞ্জ উপজেলায় কর্মরত সিডিএ এর সহযোগিতায় ৯৮৯ জন প্রকৃত ভূমিহীন ও গৃহহীনের তালিকা করা হয়েছে। এই উপজেলার ১নং খতিয়ান ভুক্ত জমি শিবরামপুর ইউনিয়নে ৪১.৩২ একর, পলাশবাড়ীতে ৩.১৩ একর, শতগ্রামে ৮৭. ৩৫ একক, পাল্টাপুরে ৯.৩২ একর, সুজালপুরে ১০০.৮৭ একর, নিজপাড়ায় ৭৯.৩৭ একর, মোহাম্মদপুরে ৮১.৭৭ একর, ভোগনগরে ৭.৯৯ একক, সাতোরে ১৫৯.২৬ একর, মোহনপুরে ১৪.৮৬ একক ও মরিচায় ২৪.৬১ একর রয়েছে।

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |