ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মুরগী বিতরণ

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মুরগী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ এপি অফিসের সামনে নির্বাচিত প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র ব্যবসার ২০জন উপকারভোগীর মাঝে পারিবারিক আয় বৃদ্ধি ও চাহিদা পূরণে ২২টি করে মোট ৪৪০ টি মুরগী বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে শিশু উন্নয়নে র্অথনৈতিক সমৃদ্ধি ও পুষ্টির গুরুত্বও সর্ম্পকে ব্যাপক গুরুত্ব আলোচনা সভায় ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এপি ম্যানেজার মানুয়েল হাসদা এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রশান্ত বাস্কের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাব এসিস্ট্যান্ট লাইফস্টক অফিসার জেএড এম লতিফুর রহমান ও ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এপিসি ফিল্ড টেকনিক্যাল স্পেসালিষ্ট সাঈদ সাগির আহম্মেদ। এসময় ওর্য়াল্ড ভিশন র্কমর্কতা, ভিডিসি, সহায়তাকারীবৃন্দ উপস্থিত ছিলেন। ওর্য়াল্ড ভিশন র্কমর্কতা সাঈদ সাগির আহম্মেদ বলেন, পরিবার ও শিশুদের জন্য আমিষ জাতীয় পুষ্টি খুবই প্রয়োজনীয় উপাদান, যা মুরগী লালন পালন করে সহজে ও দ্রুত সময়ে পাওয়া যায়। এটি একটি সল্প মেয়াদী ও লাভজনক প্রকল্প। সঠিকভাবে প্রশিক্ষণের শিক্ষনীয় বিষয়গুলো কাজে লাগালে অল্প সময়েই র্অথনৈতিক মুক্তি লাভ করা সম্ভব। এই উদ্দ্যেগটি বীরগঞ্জ এপি, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ পরীক্ষিতভাবে ৩৫টি অতি দরিদ্র পরিবারের মাঝে প্রাথমিকভাবে বাস্তবায়নের প্রয়াস সৃষ্টি করেছে। জেএড এম লতিফুর রহমান বলেন, আমরা প্রশিক্ষণে সকল বিষয়গুলো শিখানোর চেষ্টা করেছি। আরো কোন ধরনের সহায়তা প্রয়োজন হলে উপজেলা প্রাণী সম্পদ বিভাগে সব সময় যোগাযোগ রাখার জন্য অনুরোধ করা হলো। তিনি বীরগঞ্জ বাসীকে এই ধরনের সহায়তা প্রদান করার জন্য ওর্য়াল্ড ভিশনকে ধন্যবাদ জানান। উপজেলা সমাজসেবা র্কমর্কতা সারোয়ার মুর্শেদ বলেন, দরিদ্র জনগনকে এই ধরনের সহায়তার জন্য ওর্য়াল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ প্রদান করেন। তিনি সকল উপকারভোগীকে প্রকল্পটি সঠিকভাবে যত্নসহকারে বাস্তবায়নের জন্য আহবান করেন, যাতে প্রকল্পটি আরো লাভজনক হয় এবং পরিবারের দারিদ্রতা লাঘবে বিশেষ ভূমিকা রাখতে পারে। তিনি আলোচনায় সামাজিক। নিরাপত্তা বেষ্টিনী ও চাইল্ড হেল্প লাইন নম্বর ১০৯৮ সর্ম্পকে অংশগ্রহনকারীকে অবগত করেন। এপি ম্যানেজার মানুয়েল হাসদা বলেন, সত্যিই এই উদ্দ্যেগটি ছোট কিন্তু স্বপ্নের মতো যার নাম হতে পারে একটি শিশু একটি খামার। এই প্রকল্পের র্কাযক্রমকে সফল করার জন্য উপকারভোগীগনকে অনুরোধ করা হয়। এই প্রকল্পটিকে সঠিকভাবে যত্ন, মনিটরিং ও দেখভাল করার জন্য উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম উন্নয়ন কমিটিগনকে অনুরোধ করেন। এই প্রকল্পের মাধ্যমে জনগনের কম খরচে ও কম সময়ে বেশি আয় ও বেশি পুষ্টি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই প্রকল্পটি সফল হতে পরর্বতীতে হতদরিদ্র পরিবারগুলোকে আনা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে প্রায় ১৮ মাস পর স্কুলগুলো খুলতে যাচ্ছে, যা সত্যিই আনন্দের। ১০০% শির্ক্ষাথীরা যেন স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদে স্কুলে ফিরতে পা রে, সেই লক্ষ্যে আমরা বিভিন্ন সংস্থা নিরাপদ ইশকুলে ফিরি ক্যাম্পেইন র্কাযক্রম চালিয়ে যাচ্ছি। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা র্অজনে সরকারের পাশে দাঁড়িয়ে সকলের কাছে আমাদের আহবান। সবাই মিলে গড়বো মোরা দেশের ভবিষ্য , আসবো সবাই নিয়ম মেনে, ধরবো স্কুলের পথ।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |