ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরাঙ্গনা টেপরি বেওয়ার পাশে ঈদ উপহার নিয়ে জেলা প্রশাসক

রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের বীরাঙ্গনা টেপরি বেওয়ার বাড়িতে গিয়ে তার হাতে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার সামগ্রী ও নগদ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম নিজে গিয়ে সেই উপহার সামগ্রী ও টাকা বীরাঙ্গনা টেপরি বেওয়া এবং যুদ্ধ শিশু সুধীর এর হাতেঁ তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক করোনাকালে টেপরি বেওয়া এবং যুদ্ধ শিশু সুধীর কেমন আছে তা খোঁজ খবর নেন এবং তাদের ঈদের শুভেচ্ছা জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টিভ কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগমও এসময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, বীরাঙ্গনা টেপরি বেওয়া ও যুদ্ধ শিশু সুধীরের সাথে সব সময়ই জেলা প্রশাসন রয়েছে। এর আগে জেলা প্রশাসনের পক্ষ হতে তাঁকে ঘর করে দেওয়া হয়েছে। তার ছেলে সুধীরের জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা কিনে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতা করা হয়েছে। জেলা প্রশাসন ঠাকুরগাঁও এ প্রচেষ্টা সর্বদাই অব্যাহত রাখতে চায়।

উল্লেখ্য, বীরাঙ্গনা টেপরি বেওয়া একাত্তরের মুক্তিযুদ্ধের হিং¯্র পাক সেনাদের ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন। এসময় তার গর্ভে সন্তান আসে। পরে সেই সন্তান জন্ম নেয় এবং যুদ্ধ শিশু সুধীর হিসেবে পরিচিতি লাভ করে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |