ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরাঙ্গনা টেপরি বেওয়ার পাশে ঈদ উপহার নিয়ে জেলা প্রশাসক

রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের বীরাঙ্গনা টেপরি বেওয়ার বাড়িতে গিয়ে তার হাতে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার সামগ্রী ও নগদ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম নিজে গিয়ে সেই উপহার সামগ্রী ও টাকা বীরাঙ্গনা টেপরি বেওয়া এবং যুদ্ধ শিশু সুধীর এর হাতেঁ তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক করোনাকালে টেপরি বেওয়া এবং যুদ্ধ শিশু সুধীর কেমন আছে তা খোঁজ খবর নেন এবং তাদের ঈদের শুভেচ্ছা জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টিভ কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগমও এসময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, বীরাঙ্গনা টেপরি বেওয়া ও যুদ্ধ শিশু সুধীরের সাথে সব সময়ই জেলা প্রশাসন রয়েছে। এর আগে জেলা প্রশাসনের পক্ষ হতে তাঁকে ঘর করে দেওয়া হয়েছে। তার ছেলে সুধীরের জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা কিনে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতা করা হয়েছে। জেলা প্রশাসন ঠাকুরগাঁও এ প্রচেষ্টা সর্বদাই অব্যাহত রাখতে চায়।

উল্লেখ্য, বীরাঙ্গনা টেপরি বেওয়া একাত্তরের মুক্তিযুদ্ধের হিং¯্র পাক সেনাদের ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন। এসময় তার গর্ভে সন্তান আসে। পরে সেই সন্তান জন্ম নেয় এবং যুদ্ধ শিশু সুধীর হিসেবে পরিচিতি লাভ করে।

You must be Logged in to post comment.

গাংনীতে সামাজিক নিরাপত্তা র্কসূচীর আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ     |     বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |         |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |