ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বুদ্ধি প্রতিবন্ধীদের সংগঠন সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির উপদেষ্টা হলেন সাংবাদিক জুয়েল

ষ্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও আজকের দেশবার্তার সিনিয়র রিপোর্টার আজহারুল আজাদ জুয়েল বুদ্ধি প্রতিবন্ধীদের সংগঠন সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালী ডিসএবল্ড, বাংলাদেশ (সুইড বাংলাদেশ) এর জাতীয় কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন। সংগঠনটির মহাসচিব মোঃ মাহবুবুল মুনির স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে।
সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সভাপতি হয়েছেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার আলহাজ¦ অ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া। আজহারুল আজাদ জুয়েল ছাড়াও এই কমিটির সদস্যগণ হলেন সর্ব জনাব বেনজীর আহমেদ এমপি, আরমা দত্ত এমপি, মুনিরা সুলতানা এমপি, অধ্যাপক ডাঃ গোলাম রাব্বানী, প্রফেসর ড. তাহমিদ আল হোসাইনী, জোবেরা রহমান লিনু, মোঃ রুহুল আমিন, ডাঃ আফসার আলী খান, কল্পনা রায় ভৌমিক, মাকসুদ আহমেদ সিকদার, আব্দুর রাজ্জাক, ড. সেলিনা আখতার, ব্রিগেডিয়ার (অবঃ) মোস্তফা কামাল লস্কর, প্রফেসর ডাঃ মেজবাহ উদ্দিন আহমেদ, প্রকৌশলী রেজাউল করিম, আ ম প আনিসুর রহমান, শহিদুল ইসলাম, সাধন বোস ও তাহরীন আমান।
আজহারুল আজাদ জুয়েলকে সুইড বাংলাদেশ এর প্রচার ও প্রকাশনা সাব কমিটিরও সদস্য করা হয়েছে। এই কমিটির সভাপতি ও সদস্য সচিব হয়েছেন যথাক্রমে অ্যাডভোকেট মাহবুবার রহমান তালুকদার ও বকুল চন্দ্র মোহন্ত। কমিটির অন্য সদস্যগণ হলেন সুশান্ত ভৌমিক, কামরুন্নেছা আশরাফ দিনা, সাধন বোস, ফকির হাসান মোহাম্মদ ইউসুফ সোহেল ও আলহাজ¦ মোঃ ইমরোজ হোসেন।
উল্লেখ্য, বিগত দিনে আজহারুল আজাদ জুয়েল সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির নির্বাহি সদস্য হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি সুইড বাংলাদেশ দিনাজপুর শাখার একজন কাউন্সিলর এবং সাবেক সভাপতি।

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |