ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েই চলেছে পেঁয়াজের ঝাজ,দাম নাগালে রাখতে আমদানীর দাবী

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:এক রাতের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ীতে দেশীয় পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। শিঘ্রই ভারত থেকে আমদানি না হলে আসন্ন কোরবানীর ঈদে পেঁয়াজের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে বলে শঙ্কা ব্যাবসায়ীদের। পেঁয়াজের দাম ক্রেতা সাধারণের নাগালে রাখতে আমদানির দাবি ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের।
রোববার ফুলবাড়ী পৌর বাজার ঘুরে জানা যায়, শনিবার যে পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছে কেজিতে ৭০টাকা সেই পেঁয়াজ রোববার বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।
খুচরা বিক্রেতাদের অভিযোগ আমদানি বন্ধের পর থেকেই দিন দিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। এতে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা সাধারণ প্রায় বাকবিতÐায় জড়িয়ে পড়ছেন।
ফুলবাড়ী বাজারে পেঁয়াজ কিনতে আসা আনোয়ার হোসেন জানান, রমজান মাসে ৩০ টাকায় পেঁয়াজ কিনেছি। এরপর থেকে কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়ে ৭০ টাকা হয়। কিন্তু মাত্র এক রাতের ব্যবধানে ২০ টাকা বেড়ে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে বাড়তে থাকলে আসছে ঈদে আরও কত দামেকিত হবে? কে যানে।
ফুলবাড়ী বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা মমতাজ ও শাহাজামাল জানান, শনিবারে ৭০ টাকা কেজি বিক্রি করছি। পরের দিন পেঁয়াজ কিনতে গিয়ে শুনি আবারও দাম বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের সরবরাহ কমে যাচ্ছে। মোকামে দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারদের কাছে বেশী দামে কিনে বেশী দামে বিক্রি করতে হচ্ছে। তিনি আরও বলেন, কৃষকের কাছে তেমন পেঁয়াজ নেই। এখন যা পেঁয়াজ আছে আড়ৎদারদের কাছে।তাই দ্রæত পেয়াজ আমদানী না করলে দাম নিয়ন্ত্রন করা মুশকিল হবে।
পাইকারি পেঁয়াজ বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, পাবনা মোকামেই দেশী পেঁয়াজ ৩ হজার ২ শ টাকা মণ কিনতে হয়েছে। মোকামেই পেঁয়াজের দাম বেশি। সেখানে বেশি হলে নিয়ে আসার খরচ আছে এবং আমাদেরকেও ২/১ টাকা লাভ করতে হবে।
ক্রেতারা বলছেন,সামনে কোরবানীর ঈদ, চাহিদা বেড়ে যাবে। সরকারের উচিৎ খুব শীঘ্রই পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া। তা-না হলে দাম আরও বৃদ্ধি পেতে পারে,এতেকরে চরম সমস্যায় পড়তে হবে।
উল্লেখ্য দেশীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে সরকার পেঁয়াজের আইপি (ইমপোর্ট পারমিট) বন্ধ করে দেয়। ফলে পরদিন ১৬ মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। আমদানি বন্ধের পর থেকে দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে দেশীয় পেঁয়াজের দাম।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |