ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোদায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নতুন ব্যক্তিকে বষস্ক কার্ড দিলেন ইউপি চেয়ারম্যন

বোদা(পঞ্চগড়)প্রতিরিধি:পঞ্চগড়ের বোদায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড দিলেন ইউপি চেয়ারম্যান ও সমাজসেবা অফিস। এ নিয়ে আলোচনা সমালোচনার চলছে সর্বত্র। এমন ঘটনা ঘটেছে পঞ্চগড় জেলার বোদা উপজেলা ১০ নং পাচঁপীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুয়া গ্রাম প্রধানু পাড়া গ্রামে।
খোজঁ নিয়ে জানা যায়, ঔই গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো.সবরাতু ওরফে সাফির দীর্ঘ ১৩ বছর ধরে(১৮৫৬ বহি নম্বরে ০৫৮৮ হিসাব নম্বরের ০১৭৭০০১১৫৬৫ আইডি নম্বরে) বয়স্ক ভাতা উত্তোলন করে আসছিল। গত দু মাস ধরে তিনি তাঁর বয়স্ক ভাতার টাকা পাচ্ছেন না। সম্প্রতি খোঁজ নিতে গিয়ে থলের বিড়াল বেড়িয়ে আসে। জানাযায়,ভাতাঁ প্রাপ্ত সাফির উদ্ধীনকে মৃত দেখিয়ে তাঁর পরিবর্তে আজিজুল হক শেখ (৬৬)নামের এক ব্যক্তিকে নতুন কার্ড দেয়ার জন্য সুপারিশ করেন ১০ নং পাচঁপীর ইউপি চেয়ারম্যান অজয় কুমার রায়। এমন কাজ হলেও এই সর্ম্পকে কিছুই জানেনা সংশ্লিষ্ট ইউপি সদস্য মানিক মিয়া।
আলোচিত এই ঘটনায় চেয়ারম্যান,মেম্বার ও অফিস কেউ দোষ নিজের ঘাঁড়ে নিচ্ছেন না। তাঁরা একে অপরকে দূঁষছেন।
বোদা উপজেলা সমাজ সেবা অধিদপ্তর গিয়ে জানাযায়, ইউপি চেয়ারম্যান অজয় কুমার রায় সাফির উদ্দীনকে মৃত দেখিয়ে একটি প্রত্যায়ন দেন। তাঁর প্রেক্ষিতে কমিটি নতুন করে আজিজুল হক শেখের নামে কার্ড করা হয়। তবে সম্প্রতি বিষয়টি জানাজানি হলে নিছক একটি ভুল বলে জানানো হয়।
সবরাতু ওরফে সাফির উদ্দীন(৭৮)জানান,অসহায় হিসেবে ২০ বছর ধরে ভাতা ভোগ করে আসছি। এখন শুনি আমি মরা। কিন্তু আমি তো এখন জীবিত আছি কথা বলছি। চেয়ারম্যান এমন কাজটি কিকরে করতে পারেন।
ইউপি সদস্য মানিক মিয়া জানান, চেয়ারম্যান এ বিষয়ে আমার সাথে কোন রকম আলোচনা ছাড়াই এই কাজটি করেন। বর্তমানে আমি আপনার কাছ হতে জানতে পারলাম।
পাঁচপীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় কুমার রায় জানান, আমি স্থানীয় চৌকিদার মারফৎ খবর নিয়ে জানতে পারি সবরাতু বেঁচে নেই। তারপরে আমি তাঁর পরিবর্তে আজিজুলকে দেয়ার জন্য সুপারিশ করি। তবে এটি সংশোধন করা হবে। বিষয়টি সম্পূর্ন অজান্তে হয়েছে।
বোদা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌকির আহম্মেদ জানান, স্থানীয় চেয়ারম্যান সুপারিশ দিলে আমরা সেটিকরে দেই। তবে আজিজুলের টাকা উত্তোলন কি হবে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সমন্নয় না করতে পারলে আমরা সরকারী কোষাগারে জমা দিতে বলবো।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |