ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোদায় নেশার টাকা না পেয়ে পিতা মাতাকে মারধর ছেলে গ্রেফতার

পঞ্চগড়  প্রতিনিধি: নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে তার পিতা মাতাকে মারধর করেছে। এ সময় উত্তেজিত হয়ে ছেলে মাকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরেন। গতকাল ২০ জুন সোমবার সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলার পৌরসভা এলাকার জামাদার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বোদা থানা পুলিশ গিয়ে বাবা মাকে উদ্ধার করেন সেই সাথে ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় মাদকাসক্ত ছেলে আল মামুনের বাবা রেজাউল করিম বাদী হয়ে ছেলে বিরুদ্ধে মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করেন । মঙ্গলাবার (২১ জুন) দুপুরে আদালতে পাঠানোর কথা রয়েছে। মামলার এজাহার অভিযুক্তের পরিবার সুত্রে জানা যায় মামুন একজন মাদকাসক্ত ছেলে। রেজাউল করিম, তার স্ত্রী মুনিয়ারা বেগম ও মামুন মিলে ছোট্র মুদির দোকান করে আসছিল। প্রতিনিয়ত বিভিন্ন প্রকার নেশা করার জন্য দোকানের টাকা নিয়ে যায় মামুন। সোমবার সকালে ছোট্ট্র দোকানের পন্য বিক্রয়ের টাকা নিয়ে পালিয়ে যায় মামুন। বিকেলে মাদকাসক্ত মামুন সারাদিন নেশা করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে মা মুনিয়ারা মামুনকে দোকানের টাকার কথা জিজ্ঞেস করাতেই মা মুনিয়ারাকে প্রথমে অকথ্য ভাষায় গালাগালি করেন। রাতে আবার নেশা করবেন বলে মায়ের কাছে আবারও নেশার টাকা দাবী করে মায়ের কাছে। এক পর্যায়ে মা মুনিয়ারাকে মাটিতে ফেলে কিল ঘুষি মারতে থাকেন। কথাকাটাকটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে মাকে মাটিতে ফেলে দিয়ে মাকে কিল ঘুষি মারতে থাকেন। স্বজোরে গলা টিপে ধরেন শ্বাসরোধ করতে থাকেন। মুনিয়ারার চিৎকারে বাবা রেজাউল ইসলাম ছুটে আসেন । রেজাউল ইসলামকেও মারধর করেন ছেলে মামুন। একই কায়দায় রেজাউল কে মাটিতে ফেলে দিয়ে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরেন মামুন। এদিকে মারামারি চিৎকারে আশের পাশের লোকজন ছুটে এসে । পুলিশে খরব দিলে বোদা থানা পুলিশ রেজাউল ও মুনিয়ারাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । সেই সাথে ঘটনাস্থল থেকে মামুনকে কে আটক করেন। এদিকে জামাদার পাড়া স্থানীয় বাসিন্দারা জানান মামুন প্রতিদিনই নেশার টাকার জন্য তার বাবা মায়ের সাথে ঝগড়া করেন । নেশাগ্রস্থ অবস্থায় এভাবে চলতে থাকলে বড় ধরনের কোন অঘটন ঘটতে পারে। মামুনের কঠিন শ্বাস্তী হওয়া দরকার। বোদা থানার ওসি আবু সাইদ চৌধূরী জানান ঘটনার খবর পেয়ে পুলিশ নেশাগ্রস্থ অবস্থায় মামুন তাব বাবা এবং মা কে প্রচন্ড মারধর করে । পুলিশ গিয়ে বাবা মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেওয়া হয়। বর্তমানে বাবা রেজাউল করিম এবং মা মুনিয়ারা সুস্থ্য আছেন। দুপুরে গ্রেফতারকৃত মামুনকে আদালতে পাঠানো হবে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |