ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোদা হানাদার মুক্ত দিবস উদযাপন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ  ১ লা ডিসেম্বর পঞ্চগড়ের বোদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ‘বোদা হানাদার মুক্ত দিবস’ উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালে ১ লা ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর কবল থেকে বোদাকে মুক্ত করেছিল বীর মুক্তিযোদ্ধারা। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষে আজ বৃহস্পতিবার সকালে বোদা একুশ স্মৃতি পাঠাগারে উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ও বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এ সময় একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শীলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সাবেক ডেপুটি কমান্ডার, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, বোদা সরকারি পাথরাজ কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক প্রবীর চন্দ নয়ন, বিকাশ অধিকারী ও একুশ স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক আবু নাসের মোঃ শহিদুল্লাহ রাসেল, মাহমুদুল হাসান বাবু সাধারণ সম্পাদক বোদা রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক লিয়াজ উদ্দিন মানিক । এ সময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথৃী, শিক্ষক, সাংবাদিক, বোদা একুশ স্মৃতি পাঠাগারের সকল সদস্যসহ উপস্থিত ছিলেন। দুপুরে বোদা উপজেলা চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকেলে নগর কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ এর উপর কুইজ প্রতিযোগিতা, সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |