ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে শক্ত অবস্থানে বিএনপি- সরোয়ার আলম খাঁন

এএসটি সাকিলঃ- উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সরোয়ার আলম খাঁন এক সাক্ষাৎকারে  বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ১১৬, ভোলা-২ এর বোরহানউদ্দিন উপজেলার ও উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার  প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি গঠন করা হয়েছে। আমরা শক্ত অবস্থান নিয়েছি। আমাদের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। আমাদের দাবি অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবো না।
রবিবার ৩০/৪/২০২৩ খ্রিঃ, বেলা ১১ টার সময়, বোরহানউদ্দিন মানিকার হাট বাজারে জনসম্মুখে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে সারা বাংলাদেশে বিএনপির নেতৃত্বে জোট সরকার গঠিত হয়েছিল। তখন বাংলাদেশে উন্নয়ন সাধিত হয়েছে, সুসম ভাবে। এরপর যখন আওয়ামী সরকার ক্ষমতায় এসেছে, বাংলাদেশ  নির্যাতিত, নিপীড়িত সরকার প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সালের বিনা ভোটের সরকার। ১৫৩ টি আসনে তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না। ২০১৮ সালের নির্বাচনে ভোটের আগের দিন মধ্য রাতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  যেখানে দলীয় সরকারের অধিনে বাংলাদেশে  কোনো নির্বাচন অনুষ্ঠিত  হতে পারে না, নিরপেক্ষ নির্বাচন হয় না। এটা বিএনপি ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করে একটি প্রমাণ দিয়েছে।
তিনি আরো বলেন, আমার ২০০১ সালে নির্বাচনে অংশগ্রহণ করে সারা বাংলাদেশে সুসম উন্নয়ন করেছি। বোরহানউদ্দিনের আনাচে-কানাচেতে ব্যাপক উন্নয়ন হয়েছে।  সেই উন্নয়ন এখনো দৃশ্যমান। পরবর্তীতে যে সরকার ক্ষমতায় এসেছে তারা উন্নয়ন করে নাই। উন্নয়নের নামে তারা করেছে লুটপাট। এখানে বর্তমানে যে সংসদ সদস্য রয়েছে, তাদের আত্মীয় সজনসহ গুটিকয়েক জনের পকেট ভারি হয়েছে। মূলত এখানে কোনো উন্নয়ন হয়নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধিনে হলে, আমাদের দল যদি নির্বাচনে অংশ গ্রহণ করে, আমরা নির্বাচিত হলে ব্যাপক উন্নয়ন হবে বিশেষ করে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে এবং গ্রামের রাস্তা ঘাট, কৃষি খাতেও উন্নয়ন হবে। এজন্যই সাধারণ জনগণ আমাদের বেছে নিবে। আমরা আশা করি ৮০% জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলন মিয়া,থানা বিএনপির সহ-সভাপতি হাসান হাওলাদার,কবির মিয়া,থানা বিএনপির সহ-সভাপতি  ফিরোজ কাজি, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম নাসিম কাজি, থানা যুবদলের আহ্বায়ক শিহাবউদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খান,যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান শহিন, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সী ,সদস্য সচিব  আবু জাফর মৃধা। থানা ছাত্র দলের সহ-সভাপতি আশিক পণ্ডিত, পৌর ছাতদলের সদস্য-সচিব মনোয়ার হোসেন টিপু পণ্ডিত, যুগ্ম আহ্বায়ক  আকরাম হোসেন প্রমুখ।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |