ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্লকবাস্টার না ফ্লপ কোন পথে সাহো

সিনেমাপ্রেমী ও সমালোচকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন সাহো সিনেমাটির মুক্তির জন্য। একে তো পর্দায় দক্ষিণী তারকা প্রভাসের ফেরা, অন্যদিকে বিশাল বাজেটের ছবি—সব মিলিয়ে তারকাবহুল চলচ্চিত্রটি মুক্তির আগেই আলোচনার শীর্ষে উঠে আসে। বলা হচ্ছে, দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত সিনেমা ‘সাহো’র কথা।

‘বাহুবলি’খ্যাত প্রভাস ও বলিউড সুন্দরী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি আজ ভারতসহ আরো বেশ কিছু দেশে মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে প্রভাসকে দীর্ঘদিন পরে বড় পর্দায় দেখা যাচ্ছে। ছবিটি দেখতে দেশটির সিনেমা হলগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। ভক্তদের তর যেন সইছে না। দক্ষিণ ভারতের সিনেমা হলগুলোতে যেন তিলধারণের জায়গা নেই। একইভাবে উত্তর ভারতের হলগুলোও লোকে লোকারণ্য। প্রভাসের অভিনয় জাদু দেখার এ মধুর প্রতীক্ষার পর খুশির আভা ফুটে উঠেছে ভক্তদের মধ্যে। ভক্তরা এরই মধ্যে সিনেমাটিকে ‘ব্লকবাস্টার’ হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে সমালোচকরাও অবশ্য মুখিয়ে ছিলেন ছবিটি সম্পর্কে মতামত জানাতে। এরই মধ্যে চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ তাঁর মতামত প্রকাশ করেছেন। এক টুইটবার্তায় খ্যাতিমান এ বিশ্লেষক ‘সাহো’র এক লাইনের রিভিউ দিয়ে লিখেছেন ‘অসহ্য’। তিনি লেখেন, ‘মেধা, অর্থ ও সুযোগের বিশাল অপচয়। দুর্বল গল্প, বিভ্রান্তমূলক অভিনয় ও অপরিণত পরিচালনা।’ সিনেমাটিকে রেটিং দিতেও ভোলেননি তিনি। তারানের কাছ থেকে পাঁচের মধ্যে মাত্র দেড় রেটিং জুটেছে সিনেমাটির।

তামিল, তেলেগু, হিন্দি ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে প্রভাস-শ্রদ্ধা ছাড়াও নীল নিতিন মুকেশ ও তামিল অভিনেতা অরুণ বিজয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এখন দেখার বিষয়, ‘ব্লকবাস্টার’ না ফ্লপ’—কোন তকমার সঙ্গে জুড়ে যায় ‘সাহো’র নাম!

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |