ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন, বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এআরএম সোলাইমান।

কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং বাদ যোহর দোয়া মাহফিল ইত্যাদি।

বিশ^বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অফিসার্স অ্যাসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতি ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রকাশ, ১৯৯৯ সালে ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে টাঙ্গাইলে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

You must be Logged in to post comment.

গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |