ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভিক্ষুক সেজে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন দুই যুবক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥ ভিক্ষুক সেজে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন দুই যুবক। গণধোলায় দিয়ে ওই দুইজন কে পুলিশে সোপর্দ করেছেন তারা। বুধবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুরের মল্লিকপুর গ্রাম থেকে তাদেরকে পুলিশ উদ্ধার করেছেন।
ভুক্তভোগী জরিনা খাতুন জানান, গেল ৩ মাস আগে মৌলভি সেজে ধোকা দিয়ে আমার কাছ থেকে ২০ হাজার ৬’শ টাকা নিয়ে যায়। এরপর থেকে আমি তাদের খুজে বেড়াচ্ছি। বুধবার বিকালে ভিক্ষুক সেজে সাহাষ্য তুলে বেড়াচ্ছিল তারা। এ সময় আমি তাদের দেখে চিনতে পারি। এরপর আমার চিৎকারে মানুষ জড়ো হতে থাকে। এক পর্যায়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে লক্ষিপুর কাম্পের পুলিশ তাদের উদ্ধার করে কোটচাঁদপুর থানায় নিয়ে যায়। ওই কাম্পের উপ-সহকারি পুলিশ পরিদর্শক সাইদুল ইসলাম জানান, মোবাইলে জানেত পারি এ ঘটনা। এরপর ঘটনাস্থল গিয়ে তাদের উদ্ধার করা হয়।
জরিনা খাতুন ও এলাকার মানুষ বলছে তারা মানুষের সাথে প্রতারনা করে টাকা নিয়েছে। তবে ওই দুই জন বলছে, বোনের ক্যান্সার। এ জন্য তাঁর চিকিৎসার জন্য টাকা তুলছে। যাচাই-বাচাই চলছে। স্যার আসলে যা করেন তা হবে। ওই প্রতারক দুই জনের একজনের বাড়ি মাগুরা সদর ও অন্যজনের বাড়ি মাগুরার শ্রীপুর থানায়। রয়েল খান মাগুরা সদরের রফিকুল ইসলামের ছেলে ও ফরিদ হোসেন শ্রীপুরের ইদ্রিস আলীর ছেলে। রয়েল খানের নামে দুই মামলা আছে বলে থানা সুত্রে জানা গেছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মঈন উদ্দিন জানান, যারা ধরে রাখছিল তারা এখন মামলা করবে না। তবে তারা প্রতারণা করে বেড়ায়। তা না হলে এতদুর কেন আসবে। তাদের অভিভাবদের খবর দেয়া হয়েছে। আসলে যাচাই-বাচাই করে একটা কিছু করা যাবে।

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |