ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভূঞাপুরে কাবিখা প্রকল্প কাজের উদ্বোধন করলেন মশিউজ্জামান রোমেল

মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সংরক্ষিত নারী সংসদ সদস্য অপরাজিতা হকের দেয়া কাবিখা প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যালয়ের মাঠ সংস্কার ও মাটি ভরাট কাজের উদ্বোধন করা এবং শিক্ষকদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের সংস্কার ও ভরাট কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)।

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার ও উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দীন, অলোয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদা ছালাম পপি, আলাউদ্দিন মাস্টার, ওয়াহেদুজ্জামান পলাশ, সাবেক ছাত্রনেতা ফরিদুজ্জামান রাসেল, সুরুজ্জামান, আবুল কালাম আজাদ, হুমায়ুন খানসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও উদ্বোধনকালে সংরক্ষিত নারী সংসদ সদস্য অপরাজিতা হকের বড় ভাই কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি) বলেন, জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে জনগণকে জানাতে হবে ও নেত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হয়ে কাজ করতে হবে।

You must be Logged in to post comment.

বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে স্বাধীনতা দিবস উদযাপন      |