ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভূঞাপুরে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন নার্গিস বেগম

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বদ্বিতায় নব নির্বাচিত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম দায়িত্ব গ্রহণ করেছেন। গত মঙ্গলবার সন্ধায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিফনূর মিনি, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

গত রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। সদ্য নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেটের সহধর্মিণী ও উপজেলা মহিলা লীগের সভাপতি। গত ১৮ অক্টোবর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল ইসলাম তাকে বিজয়ী ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল ইসলাম বলেন, একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বদ্বিতায় ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোছা. নার্গিস বেগম। উল্লেখ্য, গত ৩০ জুলাই ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পদটি শূণ্য হয়।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |