ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভোমরা স্থলবন্দরে ক্যাপসিক্যাম আমদানীর আড়ালে ঔষধ, সিগারেট ও মোবাইল ফোন জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ক্যাপসিক্যাম আমদানির ঘোষনা দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমান বিভিন্ন ব্রান্ডেরে স্মার্ট মোবাইল ফোন, বিদেশী সিগারেট, নেশাজাতীয় ঔষধ, শাড়ি ও থ্রীপিচ জব্দ করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ভোমরা স্থলবন্দর শুল্ক গোয়েন্দা সংস্থার সদস্যরা উক্ত আমদানী নিষিদ্ধ মালামাল গুলো জব্দ করেন। যার আনুমানিক মূল্য এক কোটি টাকার অধিক।
জানা গেছে, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্সের কাগজপত্র দিয়ে শনিবার বিকালে ক্যাপসিকামের নামে মিথ্যা ঘোষনা দিয়ে বিপুল পরিমান এসব আমদানী নিষিদ্ধ মালামাল ভারতীয় ট্রাক যোগে বন্দরে প্রবেশ করানো হয়। যার আমদানিকারক বগুড়ার মেসার্স সিদ্ধার্থ এন্টার প্রাইজ। বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সদস্য গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ ভারতীয় ওই ট্রাকে (যার নং-ডাব্লিউ বি-৪১বি-৬৯৮৩) গভীর রাত পর্যন্ত তল্লাশী চালায়। এরপর ওই ট্রাকে থাকা ৮১ টি কার্টুন থেকে ৩১২ টি ভারতীয় বিভিন্ন ব্রান্ডের দামী মোবাইল ফোন, কোরিয়ান সিগারেট ১ লাখ ২০ হাজার পিস, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ঔষধ ও ইনজেকশান ২৮ কার্টুন, ভারতীয় দামী শাড়ি ২৩৪ টি, থ্রিপিস ৪৭ টি, ওড়না ৬ টি, লেডিস ব্যাগ ৮ টি, বেবী ব্যাগ ১টি ও ৫৩ কার্টুন ভর্তি ১ হাজার ৬০ কেজি ক্যাপসিকাম জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকার অধিক বলে অভিযানের থাকা কর্মকর্তারা জানিয়েছেন।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় কাস্টমসের পক্ষ থেকে কাষ্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |