ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহাসচিবকে চিঠি পাঠিয়ে বিতর্কে ঠাকুরগাঁওয়ের বিএনপি নেতা!

রবিউল এহ্সান রিপন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি হতে চান সাবেক সাধারন সম্পাদক আব্দুল হামিদ। নিজের সক্ষমতা প্রমাণে ইউনিয়ন পর্যায়ের নেতাদের দ্বারা চিঠি পাঠান বিএনপি মাহাসচিব মির্জা ফখরুলের কাছে।
যদিও বিএনপির গঠনতন্ত্রে এরকমভাবে প্রার্থী নির্ধারণের কোনো সুযোগ নেই। চিঠি আকারে এই আবেদন প্রদানের বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে নানামুখী বিতর্কের সূত্রপাত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি/সাধারন সম্পাদক বরাবর লেখা চিঠিতে ছিলো ইউনিয়ন পর্যায়ের ৫১ জন নেতার স্বাক্ষর এবং সদর উপজেলার সাবেক সাধারন সম্পাদক আঃ হামিদকে সভাপতি করার প্রস্তাব করা হয়েছে। এই চিঠি ফাস হবার পর থেকেই বিতর্কের মুখে পড়েছে আব্দুল হামিদ। জেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা, অস্থিরতা ও ভাঙ্গের শুর।
বিএনপি নেতাদের মতে এই চিঠি নিয়ে বিতর্কের পিছনের রয়েছে আরও বড় কারন। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা জানান, বার বার কমিটি গঠনের তারিখ পরিবর্তনের কারণে উপজেলা বিএনপির নেতারা বেশ উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত। তারা মনে করছেন আব্দুল হামিদের চাপে খোদ বিএনপি মাহাসচিব যোগ্যা প্রার্থী নির্বাচন করতে পারছে না। তাই বারবার তারিখ পরিবর্তন করছে। এতেকরে চিঠি ফাঁসের আগেই দলে ভাঙ্গনের সুর ছিলো। এখন এই চিঠি ফাঁস আগুনে তেল ঢালার কাজ করেছে।
রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক নেতা এ বিষয়টি দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, ঠাকুরগাঁও ১ আসন বিএনপি মাহাসচিব মির্জা ফখরুলের নির্বাচনি এলাকা। জেলার কোনো পদে না থাকলেও জেলা উপজেলার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফখরুল নিজেই নেন। তাই কমিটি নিয়ে বিতর্কের বিষয়টিতে সকলেই তাকে সংশ্লিষ্ট করছে। এই কারনে দলে ভাঙন হলে সারা দেশের বিএনপিতে একটা প্রভাব পরতে পারে। কারন এটা মাহাসচিবের নিজের এলাকা।
জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ৩১ মার্চে বেশ জমকালোভাবে দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে  বিএনপির সহ আন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপি ও বিএনপি মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। সম্মেলনে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। ভোটের মাধম্যে নেতৃত্ব নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় ৯ এপ্রিল। তবে পরে তারিখ পিছিয়ে ১২ এপ্রিল করা হয়। এরপর আরও দু’বার তারিখ পিছিয়ে অবশেষে স্থগিত করা হয়। আর এই জটিলতার জন্যে আব্দুল হামিদের প্রভাব বিস্তারকে কারন হিসেবে দেখছে স্থানীয় নেতারা।
নারগুর ইউনিয়নের মেরাজুল ইসলাম নামে এক বিএনপি নেতা বলেন, মহাসচিব যেহেতু ভোটের মাধ্যমে সভাপতি/সাধারন সম্পাদক নির্বাচনের নির্দেশনা দিয়েছেন। সেখানে সভাপতি হওয়ার কেন আব্দুল হামিদ মরিয়া হয়ে উঠেছেন। উনি যদি জনপ্রিয় নেতা হয়ে থাকে তাহলে কাউন্সিলের মধ্যে নির্বাচিত হোক। তাহলে দলের মধ্যে কোন প্রকাশ বিভেদ থাকতে বলে মতব্যক্ত করেন তার মত অনেকেই।
এই বিষয়ে আব্দুল হামিদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী জনান, দলের একটি বড় অংশ একে রাজনৈতিক স্ট্যানবাজি আখ্যা দিচ্ছে। এ ধরনের কাজ গঠনতন্ত্র পরিপন্থী। হামিদের চাপে পরে তাকেই সভাপতি করা হলে জেলা বিএনপি ও মাহাসচিব আরও বিতর্কে পরবে। দলের একাধিক ত্যাগী নেতাও দল ছেড়ে দেওয়া শঙ্কা উড়িয়ে দেয়া যায়না।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, এরকম একটা আবেদন পেয়েছি। তবে এই আবেদনের মাধ্যমে চাপ সৃষ্টির কোনো সুযোগ নেই। এটা সম্পুর্ন রুপে গঠনতন্ত্র পরিপন্থী। পরবর্তি মিটিংয়ে আমি বিষয়টি উপস্থাপন করবো। এরকম ঘটনায় জবাবদিহি করা হবে।
এই বিষয়ে বিএনপি মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুঠোফোনে জানান, কাউন্সিলের মাধম্যেই কমিটি নির্বাচিত করা হবে। এসকল আবেদন বা চিঠি নিয়ে বিচলিত হবার কোনো কারন নেই।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |