ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু, আহত ৩

জাহিদ হাসান,মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে গিয়ে ইয়ার হোসেন খান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় ইজিবাইকে থাকা আরো ৩ যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) বেলা ১২ টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা রসুল। নিহত ওই চালক সদর উপজেলার ঝিকড়হাটি ইউনিয়নের ইলিয়াস খানের ছেলে।

স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে তিনজন যাত্রী নিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে তাতিবাড়ি এলাকায় যাচ্ছিলেন ইজিবাইক চালক ইয়ার হোসেন। এসময় তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের বড় মেহের এলাকায় আসলে পেছন দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাস তাদের ইজিবাইকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ইজিবাইকটি উল্টে পাশের খাদে পড়ে গিয়ে ইয়ার হোসেন ও তিন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফয়েজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। এরমধ্যে ইয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হাসপাতালের নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।

হাইওয়ে ওসি গোলাম মোস্তফা রসুল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসের ধাক্কায় ইজিবাইকটি পুরোপুরি দুমড়েমুচড়ে গিয়েছে। ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু খবর পেয়েছি। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।

You must be Logged in to post comment.

বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |     গাংনীতে মুকুল সেবা সংঘের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে সামাজিক নিরাপত্তা র্কসূচীর আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ     |     বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |