ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে স্কুল মাঠে হাটুপানি ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী

জাহিদ হাসান,মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের আল-জাবির হাইস্কুলে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মাঠের পানি বেড়ে ক্লাসরুমে প্রবেশ করে। নিচু হওয়ায় পানি নিষ্কাশনের কোনো সুবিধা নেই বলে এমন সমস্যায় পড়েছে বিদ্যালয়টি। শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ, ব্যাহত হচ্ছে পাঠদান। বিদ্যালয় মাঠে খেলতে না পারায় শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মাদারীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের পানিছত্র এলাকার আল-জাবির হাই স্কুল মাঠে। স্কুলের নেই পর্যাপ্ত ভবন। টিনের ছাউনি দেয়া ঘরে দীর্ঘদিন ধরে চলছে পাঠদান। যা একটু বৃষ্টি হলেই ছাত্র ছাত্রীদের পোড়তে হয় চড়ম ভোগান্তিতে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। দুইটি টিনসেট ঘর ও ছোট দুইটি ভবন রয়েছে আল-জাবির হাই স্কুলে যা ছাত্র-ছাত্রীদের পাঠদান করতে পর্যাপ্ত নয়। বর্তমানে হাই স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচশত শিক্ষক রয়েছেন ১৭ জন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। পিছিয়ে নেই খেলাধুলায়ও।
সোমবার (৭ নভেম্ববর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠেই হাঁটু পানি বিরাজ করছে। এতে শিক্ষার্থীরা স্কুলের কক্ষে যেতে পোহাতে হচ্ছে হাটু পানি। কেউ আবার পিছল খেয়ে পড়ে যায় কাঁদা পানিতে। কাঁদা-পানি পাড়ি দিয়ে বিদ্যালয় যাতায়াতে তাদের ভোগান্তি বাড়ছে। মাঠের ঘাস ও আগাছা পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ফলে জলাবদ্ধ মাঠের বিরূপ পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, মাঠে জলাবদ্ধতার কারণে নিয়মিত খেলাধুলা ও প্রাত্যহিক সমাবেশ করা যায় না। একটু বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে আসা-যাওয়া সমস্যা হয়। অনেক সময় যেতে-আসতে শরীরে কাঁদা লেগে যায় এতে ক্লাসের বিঘ্ন ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাবউদ্দীন জানান, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই মাঠটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মাঠের পানি বেড়ে ক্লাসরুমে প্রবেশ করে। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি দেখা দেয়। মাঠের জলাবদ্ধতা দূরীকরণে মাটি ভরাটের বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের উপস্থিতিও হ্রাস পায়। এতে পাঠদানও ব্যাহত হচ্ছে।
মাদারীপুর জেলা শিক্ষা অফিসার মো. হাবিব উল্লাহ খান বলেন, আল-জাবির হাই স্কুলের বিষয়ে এখনো কোন আবেদন হাতে পাইনি তবে আবেদন হাতে পেলে বিষয়টি আমার উর্ধতন কর্মকর্তাকে অবগত করবো।

You must be Logged in to post comment.

ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |